সৈয়দপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক স্বর্গীয় দেবেন্দ্র নাথ সরকারের শ্রাদ্ধ অনুষ্ঠিত
নীলফামারীর সৈয়দপুরে বোতলাগাড়ী উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক স্বর্গীয় দেবেন্দ্র নাথ সরকারের আদ্য শ্রাদ্ধ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রোববার উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের বড়দহ্ (সিটমহল) গ্রামে নিজ বাড়িতে ওই শ্রাদ্ধ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওই দিন সকাল থেকে দিনব্যাপী ধর্মীয়শাস্ত্রীয় অনুযায়ী নানা অনুষ্ঠানাদি পালন করা হয়েছে। এ সবের মধ্যে রয়েছে প্রার্থনা, স্মৃতিচারণ, কীর্তন অনুষ্ঠান প্রভূতি।
এসব কর্মসূচিতে স্বর্গীয় দেবেন্দ্র নাথ সরকারের পরিবারের সকল সদস্য-সদস্যা,আত্মীয়-স্বজন,বন্ধুবান্ধব ও হিন্দু ধর্মীয় বিভিন্ন সংগঠনের লোকজন উপস্থিত ছিলেন। এর আগে গত শনিবার তাঁর ক্ষৌরকর্ম অনুষ্ঠান। ওই দিন অসহায় দুস্থ মানুষের মাঝে ছয় শত বস্ত্র বিতরণ করা হয়। আর আজ সোমবার বেলা একটায় রয়েছে ভোজন অনুষ্ঠান।
উল্লেখ্য, বোতলাগাড়ী উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক দেবেন্দ্র নাথ সরকার বার্ধক্যজনিত কারণে গত ১৩ জুলাই সকালে ইহলোক ত্যাগ করে পরলোকগমন করেন। মুত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্যক আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, শুভাকাঙ্খী ও বহু গুনগ্রাহী রেখে গেছেন। ওই দিন ১৩ জুলাই বেলা একটায় বোতলাগাড়ী ইউনিয়নের বড়দহ্ শ্মশানে তাঁর অন্ত্যোষ্টিক্রিয়া সম্পন্ন হয়েছে।

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: