লায়ন্স ক্লাব অব সৈয়দপুর সানফ্লাওয়ারের উদ্যোগে মাসব্যাপী বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন
লায়ন্স ক্লাবস্ ইন্টারন্যাশনাল জেলা ৩১৫ এ ২ বাংলাদেশ এর আওতাধীন লায়ন্স ক্লাব অব সৈয়দপুর সানফ্লাওয়ারের উদ্যোগে মাসব্যাপী বৃক্ষরোপন কর্মসূচি-২০২৪ শুরু হয়েছে।
গত শনিবার বিকেলে শহরের কয়ানিজপাড়াস্থ সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজ চত্বরে ওই বৃক্ষ রোপন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। ্এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে একটি আমলকি গাছের চারা রোপন করে বৃক্ষরোপন কর্মসূচির শুভ উদ্বোধন করেন বীরমুক্তিযোদ্ধা একেএম ফজলুল হক।
এ সময় বীরমুক্তিযোদ্ধা লায়ন মির্জা মো. সালাহউদ্দিন বেগ, লায়ন্স ক্লাবস্ ইন্টারন্যাশনাল জেলা ৩১৫ এ ২ বাংলাদেশ এর রিজিয়ন চেয়ারপার্সন (হেড কোয়ার্টার) ও সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি সাংবাদিক লায়ন আমিনুল হক, লায়ন্স ক্লাব অব সৈয়দপুর সানফ্লাওয়ারের সভাপতি প্রভাষক লায়ন কহিনুর বেগম, সম্পাদক মো. জাবেদ আলী শেখ, ডিরেক্টর লায়ন আজমল সরকার, কোষাধ্যক্ষ লায়ন রেজাউল হক, সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের লায়ন অধ্যক্ষ মোখলেছুর রহমান জুয়েল, প্রধান শিক্ষক লায়ন আব্দুল লতিফ, সহকারী প্রধান শিক্ষক লায়ন মো. আতাউর রহমান, আনিছুর রহমান, লায়ন মো. মশিউর রহমান হেলাল, লায়ন গোলাম মোস্তফা মহব্বত, লায়ন রুহুল আমিন জুয়েল, লায়ন নুরুন্নবী দুখু, লায়ন কাজী মানিক আলম প্রমুখ উপস্থিত ছিলেন।
লায়ন্স ক্লাব অব সৈয়দপুর সানফ্লাওয়ারের সম্পাদক জাবেদ আলী শেখ জানান, আগামী এক মাস ধরে আমরা ক্লাবের উদ্যোগে পর্যায়ক্রমে উপজেলার কামারপুকুর, কাশিরাম বেলপুকুর,বাঙ্গালীপুর, বোতলাগাড়ী ও খাতামধুপুর পাঁচটি ইউনিয়ন পরিষদ চত্বরে এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ফলদ, বনজ ও ওষুধি পাঁচ শত গাছের চারা রোপন করা হবে।

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি :