শিবগঞ্জে বৃক্ষরোপণ কার্যক্রম উদ্বোধন
সমগ্র রাজশাহী বিভাগে ১ ( এক) কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে বগুড়া শিবগঞ্জ উপজেলায় ১ লক্ষ্য ৬০ হাজার বৃক্ষ রোপন কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।
বুধবার ১১ টায় এই বৃক্ষ রোপন কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোস্তাফিজার রহমান মোস্তা। উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার এর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক, সহকারী কমিশনার( ভূমি) তাসনিমুজ্জামান, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহনেওয়াজ বিপুল, মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতি আক্তার টুম্পা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম, মৎস্য কর্মকর্তা আব্দুস সাকুর, মহিলা বিষয়ক সম্পাদক কর্মকর্তা রাজিয়া সুলতানা, ইউপি চেয়ারম্যান এ বি এম শাহজাহান চৌধুরী, মহিদুল ইসলাম সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ। পরে উপজেলা চত্বরে বিভিন্ন প্রজাতির গাছ রোপণ শেষে আগত শিক্ষা প্রতিষ্ঠানের মাঝ গাছ বিতরণ করা হয়।

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ