সৈয়দপুরে বৃক্ষ রোপন ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন
নীলফামারীর সৈয়দপুর উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের উদ্যোগে এক শত ফলদ, বনজ ও ওষুধি বৃক্ষ রোপন ও চারা বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার (৩০ জুলাই) বিকেল চারটায় উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয় চত্বরে ওই বৃক্ষ রোপন ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়।।
সৈয়দপুর উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয় চত্বরে একটি কাঁঠাল গাছের চারা রোপন করে বৃক্ষ রোপন কর্মসূচির শুভ উদ্বোধন করেন উপজেলা আনসার ও ভিডিপি অফিসার মোছা. নূর বানু আখতার। এ সময় সৈয়দপুর উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের উপজেলা প্রশিক্ষিকা কাজী তাহেরা খাতুন, উপজেলা প্রশিক্ষক মো. আবু বক্কর সিদ্দিকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। একই দিন উপজেলা আনসার ও ভিডিপি ক্লাব চত্বরেও বৃক্ষ রোপন করা হয়েছে।
এছাড়াও আনসার ও ভিডিপির ভাতাভোগী সদস্য-সদস্যাদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়। বিতরণকৃত চারা মধ্যে রয়েছে ফলদ, বনজ ও ওষুধি।

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: