শিবগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উপযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক আলোচনা সভা
বগুড়ার শিবগঞ্জ উপজেলা মৎস্য অফিসের আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন উপলক্ষে প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার উপজেলা পরিষদ সভাকক্ষে ইউএনও তাহমিনা আক্তার এর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তা, পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক, এসিল্যান্ড মোঃ তাসনিমুজ্জামান, ভাইস চেয়ারম্যান শাহ নাওয়াজ বিপুল, জান্নাতুল ফেরদৌসী টুম্পা। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুস শাকুর। এসময় উপস্থিত ছিলেন ওসি আব্দুর রউফ, ইউপি চেয়ারম্যান শাহ জাহান চৌধুরী, মহিদুল ইসলাম, সাংবাদিক সোহেল আক্তর মিঠু সহ অনেকে। উক্ত প্রস্তুতিমূলক আলোচনা সভায় র্যালী, মাছের পোনা অবমুক্তকরণ, প্রামান্য চিত্র প্রদর্শন ও মৎস্যজীবিদের নিয়ে বর্তমান সরকারের মৎস্যখাতে অগ্রগতি সমন্ধে আলোচনা সভার পদক্ষেপ গ্রহণ করা হয়।

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ