আমদানি বাড়ায় হিলিতে কমেছে জিরাসহ মসলার দাম
দিনাজপুরের হিলি স্থলবন্দরে আমদানি বৃদ্ধি পাওয়ায় কমতে শুরু করেছে ভারতীয় জিরা ও মসলার দাম। প্রকার ভেদে সাদা এলাচের দাম কমেছে কেজিতে ১০০০ টাকা, পাশাপাশি কমেছে অন্যান্য মসলার দাম। দাম কমে যাওয়ায় খুশি সাধারণ মানুষ।
মঙ্গলবার (৩০ জুলাই) সকালে হিলি মসলা বাজার ঘুরে জানা যায়, গত কোরবানি ঈদে প্রতিটি মসলার দাম যা ছিলো, বর্তমান তা অনেকটা কমে গেছে। ৪ হাজার থেকে সাড়ে ৪ হাজার টাকা কেজির সাদা এলাচ বর্তমান বিক্রি হচ্ছে ৩ হাজার থেকে সাড়ে ৩ হাজার টাকা কেজি দরে, ৫০০ টাকার দার্চিনি ৪৫০ টাকা কেজি, ১৭০০ টাকার লঙ ১৪০০ টাকা, ২০০ টাকার মুহরি ১৫০ টাকা, ২৮০০ টাকার কালো এলাচ ২৬০০ টাকা ও ৭০০ টাকার জিরা বিক্রি হচ্ছে ৬৫০ টাকা কেজি দরে। ভারত থেকে এসব পণ্যের আমদানি বাড়ায় দাম কমে গেছে দাম বলছেন, ব্যবসায়ীরা। দাম কমে যাওয়ায় খুশি সাধারণ ক্রেতারা।
মসলা কিনতে আসা লুৎফর রহমান বলেন, সব মসলার দাম কমে গেছে, তবে আগে যেসব দামে মসলা কিনতাম ঐদাম হলে আমাদের অনেক উপকার হতো। আগে জিরা মাত্র ১০০ থেকে ২০০ টাকা কেজি কিনতাম। আর এখন ৬৫০ টাকা কেজি কিনছি।
হিলি বাজারে মসলা ব্যবসায়ী আওলাদ হোসেন শাওন বলেন, বাজারে বর্তমান সবধরনের মসলার দাম কমে গেছে। সাদা এলাচ প্রায় এক হাজার টাকা কেজিতে কমে গেছে। গত ঈদে বেচাবিক্রি ভাল ছিলো। বর্তমান বেচাবিক্রি তেমন ভাল না। দেশের বিভিন্ন স্থান থেকে ক্রেতা কম আসছে। আবার ভারত থেকে জিরাসহ সব ধরনের মসলার আমদানি বেশি, যার কারণে দাম কমে যাচ্ছে।

হিলি (দিনাজপুর) প্রতিনিধি