১০ হাজার নারিকেল গাছে ছেয়ে যাবে শিবগঞ্জ পৌর এলাকা
‘বৃক্ষ দিয়ে সাজাই দেশ, সমৃদ্ধ করি বাংলাদেশ’ এবারের বৃক্ষরোপণ অভিযানের এই প্রতিপাদ্যকে তুলে ধরে জাতির জনক বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিকল্পনামাফিক সঠিক স্থানে গাছ লাগানোর পরামর্শ দেন এবং সেগুলোর সঠিক যন্ত ও পরিচর্যার ওপর গুরুত্বারোপ করেন। এই সিদ্ধান্তের যথাযথ মুল্যায়ন করে শিবগঞ্জ পৌর মেয়র উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান মানিকের উদ্যোগে ও শিবগঞ্জ পৌরসভার বাস্তবায়নে পৌর এলাকার সমস্ত মহল্লার সমস্ত পরিবারের মাঝে ১০ হাজার নারিকেল গাছ রোপনের সিদ্ধান্ত গ্রহণ করার ফলে নারকেল গাছে ছেয়ে যাবে সমস্ত পৌর এলাকা। এর ফলে বিরুপ আবহাওয়ার প্রতি সহায়ক ভূমিকা রাখবে এবং পাশাপাশি পৌর বাসী পাবেন ঔষুধীগুণ সম্পন্ন ডাব ও নারকেল।
এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার শিবগঞ্জ পৌরসভা চত্বরে ৩ হাজার নারিকেল চারা বিতরণ করে এ কার্যাক্রমের উদ্ভোধন করেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আক্তার। অনুষ্ঠানে পৌর মেয়র তৌহিদুর রহমান মানিকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তা। বিশেষ অতিথি ছিলেন সহকারি কমিশনার (ভূমি) মোঃ তাসনিমুজ্জামান, শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ আব্দুর রউফ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক কৃষিবীদ আব্দুর রাজ্জাক বেলাল, প্রচার ও প্রকাশনা সম্পাদক সোহেল আক্তার মিঠু, দপ্তর সম্পাদক শাহাব উদ্দিন শিবলী, পৌর কাউন্সিলর রবিউল ইসলাম, আব্দুল মোমিন, শাহিনুর ইসলাম, ওলেদা খাতুন, সাংবাদিক আব্দুর রউফ রুবেল, পবন রায়।