খুলনায় পুলিশ কনস্টেবলকে হত্যার ঘটনায় মামলা
খুলনায় আন্দোলনকারীদের সঙ্গে সংঘর্ষ চলাকালে পুলিশ কনস্টেবল সুমন ঘরামীকে পিটিয়ে হত্যার ঘটনায় মামলা হয়েছে।
শুক্রবার (২ আগস্ট) রাতে লবণচরা থানার উপ-পরিদর্শক (এসআই) মোস্তফা সাকলাইন বাদী হয়ে মামলা করেন। মামলায় অজ্ঞাত পরিচয়ের এক হাজার জনকে আসামি করা হয়েছে।
কেএমপির উপ-পুলিশ কমিশনার তাজুল ইসলাম রাইজিংবিডিকে মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, শুক্রবার সন্ধ্যায় খুলনার মোহাম্মদনগর এলাকায় আন্দোলনকারীদের পিটুনিতে নিহত হন সুমন ঘরামী। তার বাড়ি বাগেরহাটের কচুয়ায়।

অনলাইন ডেস্ক