পোরশায় মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
পোরশা (নওগাঁ) প্রতিনিধি :
নওগাঁর পোরশায় আব্দুুর রহমান(৭০) নামের এক মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। তিনি উপজেলার বাঁশুড়া গ্রামের মৃত রিয়াজ উদ্দীনের ছেলে।
মুক্তিযোদ্ধা আব্দুর রহমান বার্ধক্য জনিত কারনে দীর্ঘদিন ধরে অসুস্থ্য অবস্থায় ছিলেন। গত শুক্রবার নিজ বাড়িতে তিনি মারা যান। মৃতকালে তিনি স্ত্রী, দুই ছেলে, নাতি-নাতনীসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল শনিবার দুপুরে নিজ গ্রামে উপজেলা প্রশাসন তাকে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করেন। পরে জানাজার নামাজ শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এসময় উপজেলা নির্বাহী অফিসার আরিফ আদনান ও পোরশা থানার অফিসার ইনচার্জ আতিয়ার রহমান উপস্থিত ছিলেন। তার মৃত্যুতে উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান মাহমুদুল হাসান খোকন, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ইউনুছ আলী শোক প্রকাশ করেছেন।