প্রকাশিত : ৮ আগস্ট, ২০২৪ ১৪:০৪

রদ্রি-মোরাতা নিষিদ্ধ

অনলাইন ডেস্ক
রদ্রি-মোরাতা নিষিদ্ধ

ইউরো জয়ী রদ্রি ও আলভারো মোরাতা উয়েফার নিষেধাজ্ঞার মুখে পড়েছেন। বুধবার তাদের দুজনকে এক ম্যাচের নিষেধাজ্ঞা দেয় ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। তাতে স্পেনের হয়ে পরবর্তী ম্যাচে খেলতে পারবেন না তারা দুজন।

কি কারণে তাদের নিষেধাজ্ঞা দিলো ফিফা? মূলত ইউরো জয়ের পর দেশে ফিরে প্যারেডের সময় মোরাতা ও রদ্রি ‘জিব্রালটার’কে স্পেনের অংশ বলে স্লোগান দেন। পরবর্তীতে জিব্রালটার ফুটবল অ্যাসোসিয়েশন বিষয়টি নিয়ে উয়েফার কাছে অভিযোগ দেয়। অভিযোগপত্রে তারা বিষয়টিকে উস্কানিমূলক ও অপমানজনক হিসেবে উল্লেখ করে। সেই অভিযোগ আমলে নিয়ে প্রমাণ পাওয়ায় তাদের এই নিষেধাজ্ঞা দেওয়া হয়।

উয়েফার ‘কন্ট্রোল, এথিকস এবং ডিসিপ্লিনারি’ বডি তাদের এই নিষেধাজ্ঞা দেয়। তাদের মতে, মোরাতা ও রদ্রি খেলাধুলার উদযাপনের সময় খেলাধুলা বহির্ভূত বিষয় নিয়ে কথা বলে আচরণবিধি লঙ্ঘন করেছেন।

নিষেধাজ্ঞার সিদ্ধান্তের পর জিব্রালটার ফুটবল সংস্থা জানায়, এই সিদ্ধান্ত এই বার্তাই দেয় যে— ফুটবল কেবল শান্তি, সমঝোতা ও ফেয়ার প্লে’কে প্রমোট করবে। এখানে বিভাজন তৈরি কিংবা আক্রমণাত্মক কোনো কাজ ও স্লোগান দেওয়ার সুযোগ নেই।’

ন্যাশন্স লিগে আগামী মাসে সার্বিয়ার মুখোমুখি হবে স্পেন। রদ্রি ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ম্যানচেস্টার সিটিতে ও মোরাতা খেলছেন ইতালিয়ান সিরি’আ লিগের ক্লাব এসি মিলানে।

উল্লেখ্য, জিব্রালটার ১৭১৩ সাল থেকে ব্রিটিশদের দখলে রয়েছে।

উপরে