প্রকাশিত : ৮ আগস্ট, ২০২৪ ১৫:৩৫

আইনশৃঙ্খলা রক্ষার্থে হাকিমপুরে প্রশাসন, জনপ্রতিনিধিদের মতবিনিময়

দিনাজপুর প্রতিনিধিঃ
আইনশৃঙ্খলা রক্ষার্থে হাকিমপুরে প্রশাসন, জনপ্রতিনিধিদের মতবিনিময়

আইনশৃঙ্খলা রক্ষা ও সার্বিক পরিস্থিতি নিয়ে দিনাজপুরের হাকিমপুরে প্রশাসন, জনপ্রতিনিধি ও ছাত্র সমাজের জরুরি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

বহস্পতিবার দুপুরে উপজলা নির্বাহী অফিসারর সভাকক্ষে নির্বাহী অফিসার অমিত রায়ের সভাপতিত্বে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
 
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান কামাল হোসেন রাজ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পারুল নাহার, হাকিমপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা দুলাল হোসেন, উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান , বিএনপির সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন শিল্পি, প্রেসক্লাবের সভাপতি জাহিদুল ইসলাম জাহিদ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বুলু, জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সভাপতি মাহমুদুল হক চৌধরী, দক্ষিণ দিনাজপুর জেলা জামায়াতের আমীর , উপজলা জামায়াতের আমীর আমিনুল ইসলামসহ শিক্ষার্থীরা। 
উপরে