প্রকাশিত : ১০ আগস্ট, ২০২৪ ১৩:৫৬

বগুড়ায় জাতীয় আদিবাসী পরিষদের আন্তর্জাতিক আদিবাসী দিবস পালন

প্রেস বিজ্ঞপ্তি
বগুড়ায় জাতীয় আদিবাসী পরিষদের আন্তর্জাতিক আদিবাসী দিবস পালন

আদিবাসীদের অস্তিত্ব সংরক্ষণ ও মৌলিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে নিজেকে অধিকতর সামিল করুন এইবারের মূলসুর সামনে ৯ আগস্ট (শুক্রবার) বেলা বিকেল ৩ ঘটিকায় আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে আলোচনা সভা করেছে জাতীয় আদিবাসী পরিষদ বগুড়া জেলা কমিটি।

আলোচনা সভায় জাতীয় আদিবাসী পরিষদ বগুড়া জেলা কমিটির সভাপতি শ্রী সন্তোস সিং (বাবু)’র সভাপতিত্বে এবং শেরপুর উপজেলা শাখার সদস্য সচিব হিরালাল সিং এর সঞ্চনায় বক্তব্য রাখেন বগুড়া জেলা কমিটির সাবেক সভাপতি শ্রী যুগেশ চন্দ্র সিং, কোষাধ্যক্ষ সন্তেষ চন্দ্র শিং,  কার্যনির্বাহী সদস্য কমল চন্দ্র সিং, মহিলা বিষয়ক সম্পাদক গীতা রানী।

আরো বক্তব্য রাখেন, জাতীয় আদিবাসী পরিষদের শেরপুর উপজেলা শাখার উপদেষ্টা মোঃ রাশেদুল ইসলাম রাশেদ, আহ্বায়ক স্বপন কুমার সিং, ধুনট উপজেলা শাখার সভাপতি রাখাল মালো, সাধারণ সম্পাদক পলাশ বাগদি, আদিবাসী নেত্রী চন্দনা রানী, ববিতা রানী।
 
এছাড়া আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন আদিবাসী ছাত্র পরিষদ  বগুড়া জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি উত্তম কুমার সিং, সহ-সাধারণ শান্ত কুমার, প্রচার ও প্রকাশনা সম্পাদক শ্রী সোহাগ কুমার সিং সহ আরো উপস্থিত ছিলেন বগুড়া জেলা ও বিভিন্ন উপজেলা এবং ইউনিয়ন থেকে আসা বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন নতুন সরকারের কাছে সমতলের আদিবাসীদের প্রত্যাশাটা একটু বেশি সেই সাথে তাঁরা আদিবাসীদের আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি, সমতলের আদিবাসীদের জন্য পৃথক  মন্ত্রণালয়  ও স্বাধীন ভূমি কমিশন গঠন সহ সাম্প্রতিক সময়ে সারা দেশে আদিবাসীদের উপর সকল প্রকার হামলা-ভাংচুর, ঘর-বাড়িতে অগ্নিসংযোগ, ভূমি বেদখল, উচ্ছেদ  নির্যাতন, ধর্ষণ ও হত্যা বন্ধ সহ সকল ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি করেন।

উপরে