প্রকাশিত : ১০ আগস্ট, ২০২৪ ১৪:০১

পার্বতীপুরের বড়পুকুরিয়া কয়লা খনির নতুন ফেইস থেকে কয়লা উত্তোলন শুরু

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ
পার্বতীপুরের বড়পুকুরিয়া কয়লা খনির নতুন ফেইস থেকে কয়লা উত্তোলন শুরু

দিনাজপুরের পার্বতীপুরের বড়পুকুরিয়া কয়লা খনির নতুন ফেইস থেকে কয়লা উত্তোলন শুরু করা হয়েছে। বৃহস্পতিবার (৮ আগস্ট) থেকে নতুন ১৪১৪ নম্বর ফেইস থেকে পুরোদমে কয়লা উত্তোলন কাজ শুরু করা হয়। নতুন ফেইস থেকে কয়লা উত্তোলন শুরু হওয়ায়  খনিতে কর্মরত শ্রমিক কর্মচারীদের মাঝে প্রাণচাঞ্চল্যতা ফিরে আসে। 

খনি সংশ্লিষ্ট সূত্রে জানা যায়,কয়লা খনির ১২০৯ নম্বর ফেইস থেকে কয়লা উত্তোলন চলাকালীন  সময়ে কয়লার মজুদ শেষ হয়ে যাওয়ায় চলতি সালের গত ৩০ জুন বিকেল থেকে খনির কয়লা উত্তোলনের সব কার্যক্রম বন্ধ হয়ে যায়। পরবর্তীতে পার্শ্ববর্তী নতুন ১৪১৪ নম্বর ফেইস থেকে কয়লা উত্তোলনের প্রক্রিয়া শুরু করা হয়।

বৃহস্পতিবার কয়লা খনি থেকে পুরোদমে কয়লা উত্তোলন কাজ শুরু করা হয়। এর আগে বুধবার রাতে নতুন এই ফেইসে পরীক্ষামূলক ভাবে কয়লা উত্তোলন করা হয়। ফলে দীর্ঘ ৩৯ দিন বন্ধ থাকার পর খনির কার্যক্রম পূনরায় শুরু হয়। 

এ ব্যাপারে যোগাযোগ করা হলে বড়পুকুরিয়া কয়লা খনির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী মো. সাইফুল ইসলাম সরকার বলেন, নতুন ফেইস থেকে কয়লা উত্তোলন শুরু করা হয়েছে। এই ফেইস থেকে প্রতিদিন তিন শিফটে প্রায় ৪ হাজার মেট্রিক টন কয়লা উত্তোলন করা যাবে। কয়লা উত্তোলনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা  হয়েছে ৩ লাখ ৯৫ হাজার মেট্রিক টন। এই ফেইস থেকে চলতি সালের ডিসেম্বর মাস পর্যন্ত  কয়লা উত্তোলন করা যাবে বলে আশা করা হচ্ছে।

উপরে