হিলি শহরকে পরিষ্কার করতে রাস্তায় ছাত্র সমাজ
দিনাজপুরের হিলিকে পরিষ্কার-পরিচ্ছন্ন করতে রাস্তায় নেমেছে ছাত্র সমাজ। শহরের চারমাথা, সিপি, বাজার ও রেলস্টেশনের সব ময়লা-আবর্জনা পরিষ্কার করেন তারা।
বুধবার (৭ আগস্ট) সকাল ১০ থেকে শুরু হয় তাদের কার্যক্রম, রাত ৭টায় মোমবাতি প্রজ্বলনের মধ্যদিয়ে শেষ হয় ছাত্র সমাজের সারাদিনের কর্মসূচী।
এসময় ছাত্র সমাজের শিক্ষার্থীরা বলেন, আমরা পুনরায় দেশকে স্বাধীন করেছি। আজ আমরা স্বাধীন, তবে দেশে যে নৈরাজ্য ভাংচুর লুটপাট হয়েছে, এটা আমাদের মোটেও কাম্য ছিল না। আমরা এর তীব্র নিন্দা জানায়। আমরা স্বাধীন দেশে, ব্যক্তির স্বাধীনতা নিয়ে বসবাস করবো সবাই। তবে যদি আর কোথাও কোন ভাংচুর, লুটপাট ও হামলা হয় তাহলে আমরা ছাত্র সমাজ তার বিরুদ্ধে রুখে দাঁড়াবো।
তারা আরও বলেন, এই হিলি শুধু একা আমাদের নই, এই শহর সবার। আসুন আমরা সবাই মিলে শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন করি।

দিনাজপুর প্রতিনিধিঃ