সাংবাদিকদের বাড়িঘরে হামলা ও হুমকির প্রতিবাদ এবং নিন্দা
নীলফামারীর সৈয়দপুরে সাংবাদিকদের বাড়িঘরে দফায় দফায় হামলা, মোটরসাইকেলে আগুন এবং প্রাণনাশের হুমকির প্রতিবাদে সৈয়দপুরে প্রেস ক্লাবের এক জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে শহীদ ডা. জিকরুল হক সড়কস্থ প্রেস ক্লাব মিলনায়তনে ওই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সৈয়দপুর প্রেস ক্লাবের সভাপতি আবু বিন আজাদ রতন। সভায় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক কালের কন্ঠ এবং দৈনিক করতোয়া প্রতিনিধি সাংবাদিক তোফাজ্জল হোসেন লুতুর বাসায় দফায় দফায় দুর্বৃত্তদের হামলা, প্রেস ক্লাবের সাবেক সভাপতি সাকির হোসেন বাদলের বাসায় হামলার চেষ্টা এবং ক্লাবের সাবেক কোষাধ্যক্ষ সাংবাদিক নিজু আগরওয়ালার ওপর হামলা এবং তার মোটরসাইকেল পুড়িয়ে দেওয়ার প্রতিবাদ এবং দুর্বৃত্তদের আইনের আওতায় এনে শাস্তির দাবি জানিয়ে বক্তব্য বলেন, হামলার শিকার সাংবাদিক নিজু আগরওয়ালা, প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক আলাপন সম্পাদক আমিনুল হক, সাবেক সভাপতি সাকির হোসেন বাদল, ক্লাবের সহ সভাপতি নজির হোসেন নজু, সাধারণ সম্পাদক জিকরুল হক, ক্লাবের সদস্য এম আর আলম ঝন্টু, মোছা. মেহেরুন্নিসা, এম ওমর ফারুক প্রমুখ।
সভায় হামলার শিকার নিজু আগরওয়ালা বলেন, কোন শিক্ষার্থী এবং রাজনৈতিক দলের কেউ তাঁর উপর হামলা করেনি। যারা তার উপর হামলা করে মোটরসাইকেল পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্ত। ব্যক্তিগত ক্ষোভ থেকে এ হামলা করা হয়েছে এবং তাদেরকে দেখলে চিনবেন।
সভায় বক্তারা সাংবাদিকদের বাড়িঘরে হামলা ও প্রাণনাশের হুমকি দেওয়ার প্রতিবাদ ও নিন্দা জানিয়ে বলেন, আমরাতো কোন দল করি না। আমরা আমাদের পেশাগত দায়িত্ব পালন করি। অথচ দুর্বৃত্তরা আমাদের ওপর হামলা চালায়। তারা বলেন, নীলফামারীসহ সারাদেশে সাংবাদিক সমাজের ওপর হামলা করা হয়েছে। শান্তিপূর্ণ শহর সৈয়দপুরেও আমাদের ওপর হামলা করা হচ্ছে। আমরা এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছি জানিয়ে বক্তারা বলেন, আমাদের ওপরে এভাবে হামলা হলে আমরা কার কাছে বিচার চাইব। বক্তারা অবিলম্বে হামলাকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান। সভায় দুর্বৃত্তদের অংশগ্রহনে সাংবাদিকদের বাড়িঘরে হামলা এবং হুমকি দেওয়ার প্রতিবাদ ও নিন্দা জানানো হয়। একই সাথে প্রেসক্লাবের পক্ষ ে থেকে এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ অন্যান্য দপ্তরে স্মারকলিপি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
উল্লেখ্য গত ৯ আগস্ট শহরের বাঙ্গালীপুর নিজপড়া এলাকায় সাংবাদিক তোফাজ্জল হোসেন লুতুর বাসভবনে দফায় দফায় হামলা চালায় দুর্বৃত্তরা। এসময় তাঁকে প্রাণনাশসহ বিভিন্ন হুমকিও দেওয়া হয়। এরআগে গত ৫ আগস্ট বিকেলে নতুন বাবুপাড়া এলাকায় সাংবাদিক সাকির হোসেন বাদলের বাসায় হামলার চেষ্টা এবং শহীদ ডা. জিকরুল হক সড়কস্থ সাংবাদিক নিজু আগরওয়ালার বাসার সামনে রাখা তাঁর মোটরসাইকেল জ্বালিয়ে দেওয়া হয়। এবং তাঁকেও লাঞ্চিত করা হয়। এছাড়াও ওই দিন রাতে তোফাজ্জল হোসেন লুতুর বাসভবনে হামলা চালায় দুর্বৃত্তরা।

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি :