পোরশায় বিএনপির অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল
ছাত্র আন্দোলনে দেশ ছেড়ে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সহযোগীদের বিচারের দাবীতে নওগাঁর পোরশায় উপজেলা বিএনপি ও এর অংঙ্গসংগঠন অবস্থান কর্মসূচি, বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন।
গতকাল বৃহস্পতিবার পৃথক পৃথকভাবে উপজেলা বিএনপি ঐ মিছিল ও সমাবেশের আয়োজন করেন। সকাল ১০টায় উপজেলার সারাইগাছী বাজারের বিজয়স্তম্ভে উপজেলা বিএনপির সভাপতি শাহ্ আহম্মেদ মোজাম্মেল চৌধুরীর নেতৃত্বে অবস্থান কর্মসূচি ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
বেলা ১১টায় সারাইগাছী বাজারে উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আলহাজ্ব তৌফিকুর রহমান শাহ্ চৌধুরীর নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের করে। পরে সারাইগাছী স্কুল মাঠে অবস্থান কর্মসূচি ও সমাবেশ করেন তারা। অবস্থান কর্মসূচি, মিছিল ও সমাবেশ দুটিতে পৃথক পৃথকভাবে উপস্থিত থেকে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব সফিউদ্দীন, নিতপুর ইউপির সাবেক চেয়ারম্যান ছাদেকুল ইসলাম, মর্শিদপুর ইউপির সাবেক চেয়ারম্যান ফরহাদ হোসেন বকুল, বিএনপি নেতা আজাহার আলী, উপজেলা যুবদলের আহবায়ক ইকবাল হাসান ও উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি শাহাজান আলী প্রমুখ। অবস্থান কর্মসূচি, মিছিল ও সমাবেশ দুটিতে উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পোরশা (নওগাঁ) প্রতিনিধি :