পোরশায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ
ছাত্র আন্দোলনে দেশ ছেড়ে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সহযোগীদের বিচারের দাবীতে নওগাঁর পোরশায় উপজেলা বিএনপি ও এর অংঙ্গসংগঠন বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন।
বুধবার পৃথক পৃথকভাবে উপজেলা বিএনপি ঐ মিছিল ও সমাবেশের আয়োজন করেন। বেলা সাড়ে ১০টায় উপজেলার নিতপুরে উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আলহাজ্ব তৌফিকুর রহমান শাহ্ চৌধুরীর নেতৃত্বে একটি মিছিল বের করে। অপরদিকে বেলা সাড়ে ১১টায় উপজেলার সারাইগাছী বাজারে একটি মিছিল ও বিজয়স্তম্ভে সমাবেশ করে উপজেলা বিএনপির সভাপতি শাহ্ আহম্মেদ মোজাম্মেল চৌধুরীর নেতৃত্বে। মিছিল ও সমাবেশ দুটিতে পৃথক পৃথকভাবে উপস্থিত থেকে বক্তব্য দেন নিতপুর ইউপির সাবেক চেয়ারম্যান ছাদেকুল ইসলাম, মর্শিদপুর ইউপির সাবেক চেয়ারম্যান ফরহাদ হোসেন বকুল, বিএনপি নেতা আজাহার আলী, উপজেলা যুবদলের আহবায়ক ইকবাল হাসান ও উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি শাহাজান আলী প্রমুখ। মিছিল ও সমাবেশ দুটিতে উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পোরশা (নওগাঁ) প্রতিনিধি :