শিবগঞ্জ বিএনপির আয়োজনে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া
বগুড়ার শিবগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সাবেক প্রধান মন্ত্রী খালেদা জিয়ার ৮০ তম জন্মদিন উপলক্ষে সুস্থতা কামনা করে এবং কোটা সংস্কার আন্দোলনে নিহত শহীদ ও আহত ছাত্রদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকালে শিবগঞ্জ উপজেলা বিএনপির পল্টন কার্যালয়ে পৌর বিএনপির সভাপতি মোঃ বুলবুল ইসলাম এর সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মাহফিলে বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির উপদেষ্টা সদস্য মাষ্টার আব্দুর রাজ্জাক, জেলা বিএনপির সহ-সভাপতি উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মীর শাহে আলম, জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক এস এম তাজুল ইসলাম, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আব্দুল ওহাব, উপজেলা বিএনপি নেতা ইদ্রিস আলী, আনারুল ইসলাম মুকুল, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল করিম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক আবু তাহের, উপজেলা যুবদলের সভাপতি খালিদ হাসান আরমান, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এ,বিএম, মাসুদ রানা, সাধারণ সম্পাদক রায়হানুল হক রনি । এসময় বিএনপি সহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে বেগম খালেদা জিয়া ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণে দোয়া অনুষ্ঠিত হয়।

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ