আদমদীঘিতে দৃষ্টি কাড়া গ্রাফিতি
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের তোপের মুখে ৫আগষ্ঠ শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশজুড়ে চলছে শিক্ষার্থীদের নিজ উদ্যোগে গ্রাফিতি চিত্র অংকনের ঢেউ। এ ঢেউ থেকে বাদ যায়নি বগুড়ার আদমদীঘি উপজেলা। ড. ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বতী সরকার গঠিত হবার পর থেকে উপজেলার স্কুল ও কলেজের আন্দোলন সমর্থক শিক্ষার্থীরা নিজের টাকায় রং-তুলি কিনে নেমে পড়ে গ্রাফিতি অংকনের কাজে। কেউবা আঁকছেন বিগত সরকারের তিন মেয়াদের নানা বৈষম্য ও অসঙ্গতি এবং সরকার প্রধান শেখ হাসিনার দেশত্যাগের বাহনের ব্যঙ্গ চিত্র। আবার এর মাঝে কেউবা এঁকেছেন সম্প্রীতির বার্তা সম্বলিত চিত্র।
কচিকাঁচা শিক্ষার্থীদের অদক্ষ হাতে আঁকা এসব গ্রাফিতি চিত্রের মধ্যে অনেকের দৃষ্টি কেড়েছে “ ধর্ম যার যার রাষ্ট্র সবার-স্বাধীনতা-সভ্যতা” গ্রাফিতি। সম্প্রতিরি বার্তা নিয়ে আঁকা এই গ্রাফিতি চিত্রে প্রথমে মসজিদ ও পরে মন্দিরের চিত্র ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। কচিকাঁচা ও অদক্ষ হাত হলেও গ্রাফিতি অংকনের সাথে জড়িত শিক্ষার্থীদের গ্রাফিতি অংকনের থিম তথা বিষয়বস্তু তুলে ধরেছে। উপজেলা সদরের থানা গেট সংলগ্ন আদমিয়া মাদ্রাসার প্রাচীর,হাসপাতালের প্রাচীর,সান্তাহার রেলওয়ে ষ্টেশনের প্রাচীর সহ উপজেলার বিভিন্ন দৃশ্যমান দেয়ালে শিক্ষার্থীরা গ্রাফিতি অংকন করছেন। আদমদীঘি উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র-ছাত্রীরা বলেন,আমরা গড়ব নতুন বাংলাদেশ। যেখানে থাকবে না কোন বৈষম্য,থাকবে না অনিয়ম-দুর্নীতি। বাংলাদেশের সকল নাগরিকের সমঅধিকার নিশ্চিত করা হবে আমাদের লক্ষ্য। আমরা চাই স্বাধীন-সভ্যতা বাংলাদেশ।

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ