জনগনের ভোটের অধিকার ফিরিয়ে দিতে হবে: মাহমুদুর রহমান মান্না
নাগরিক ঐক্যর কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, ভোটের পরিবেশ ফিরিয়ে এনে জনগনের ভোটের অধিকার ফিরিয়ে দিতে হবে। সৈরাচার লুটেরা খুনি শেখ হাসিনার সরকারের পতন হয়েছে। এখন নতুন বাংলাদেশ গড়তে চাই। এই অন্তবর্তীকালীন সরকার দেশকে সুন্দর করতে সুশাসন প্রতিষ্ঠা করতে যতদিন দরকার ক্ষমতায় থেকে সুশাসন প্রতিষ্ঠা করে নির্বাচন দিবেন বলে আশা করছি।
আমার মতে, ২/৩ বছর অন্যদের মতে, ৪/৫ বছর লাগতে পারে। যত তারাতারি সম্ভব ভোটের পরিবেশ ফিরিয়ে এনে একটি নিরপেক্ষ ভোট আমরা চাই। এখন একটি দল এমন ভাব করছে যেন তারা ক্ষমতায় অধিষ্ঠিত হচ্ছে। ইতিমধ্যে তারা বিভিন্ন অফিস আদালত দপ্তর দখল নেওয়ার প্রতিযোগিতায় নেমেছে। ইঞ্জিনিয়ার অফিস, সাবরেজিষ্টার অফিস সহ বিভিন্ন অফিসে তাদের দলীয় লোকদের বসানো চেষ্টা করছে। সে আশা পুরণ হবার নয়। এক শৈরাচার খুনি লুটেরা সরকারকে সড়িয়ে আরেক লুটেরা সরকারকে আমরা চাই না। লুটেরা আওয়ামী লীগ সরকার শুধু বিদ্যুৎ খাত থেকে ৫শত কোটি টাকা লুটপাট করেছে। এরকম অনেক প্রকল্প থেকে তারা হাজার হাজার কোটি টাকা লুটপাট করে আওয়ামী লীগের সকল মন্ত্রী এমপিরা পালিয়েছে।
আমরা আবারও এই লুটপাটের সরকার চাই না। খুনি হাসিনা সরকারের সকল অপকর্মের বিচার হবে। বৈষম্য ছাত্র আন্দোলনের মাধ্যমে দেশ আজ নতুন করে স্বাধীন হয়েছে। পরাজয় হয়েছে সৈরাচার হাসিনা সরকারের। ছাত্র আন্দোলন কখনো ব্যথা যায়নি। এই ছাত্ররাই একদিন এদেশের হাল ধরবে। বৈষম্য ছাত্র আন্দোলকারীরা আমাদের অহংকার। হাসিনা সরকার জনগণের ভোটাধিকার অধিকার কেড়ে নিয়েছে। রাতের অন্ধকারে ভোট চুরি করে ক্ষমতায় এসে গণতন্ত্রকে হত্যা করেছে। মানুষের মৌলিক অধিকার ফিরিয়ে দেওয়া হবে। মানুষের দৌড়গোড়ায় বিচার ব্যবস্থা পৌছে দেওয়া হবে। আজকে একটি দল ক্ষমতা যাওয়ার নিশায় অস্থির হয়ে গেছে। গণতান্ত্রিকভাবে ভোটের মাধ্যমে ক্ষমতায় যেতে হবে। এখন আর জনগণ ধান্দাবাজ, চাঁদাবাজ, লুটেরাদের ভোট দিয়ে ক্ষমতায় আনবে না।
তিনি আরো বলেন, সোমবার সকালে আমি রংপুরে গিয়ে শহীদ আবু সাইদ এবং অনেক শহিদ ছাত্রদের কবরে গিয়ে তাদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করেছি এবং শিবগঞ্জের বীর পুরুষ ছাত্র আন্দোলনে নিহত রিক্সা চালক রনির শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। আমি শিবগঞ্জের সন্তান। শিবগঞ্জের প্রতি আমার আত্মার টান রয়েছে। তাই এই ক্লান্তি লগ্নে আপনাদের কাছে এসেছি। আপনার পাশে থাকব ইনশাআল্লাহ। আগামীতে আপনারা নাগরিক ঐক্যর সঙ্গে থাকবেন বলে আমার বিশ্বাস।
তিনি সোমবার নাগরিক ঐক্য শিবগঞ্জ উপজেলা শাখার আয়োজনে শহীদ মুগ্ধ চত্বরে বিজয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। নাগরিক ঐক্যর আহ্বায়ক শহিদুল ইসলামের সভাপতিত্বে ও সদস্য সচিব আব্দুল বাছেদের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন নাগরিক ঐক্য কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহিদুল্লাহ কাওসার।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নাগরিক যুব ঐক্য কেন্দ্রীয় কমিটির সদস্য আলিফ হোসেন,বগুড়া জেলা কমিটির সমন্বয়ক মোছাঃ রাজিয়া সুলতানা ইভা, আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য প্রভাষক সাইদুর রহমান সাগর, সৈকত আমিন বিদ্যুৎ, সাজু আলম, সোহেল রানা, আব্দুর রাজ্জাক, হারুনুর রশিদ, এনামুল হক, শাহিন ইসলাম, মজিবুর রহমান, আতাউর রহমান, হাবিবুর রহমান হাবিব, রনি ইসলাম, মাহবুব মোর্শেদ হীরা, যুব ঐক্যর আহ্বায়ক অমিত হাসান, সদস্য সচিব আব্দুর রাজ্জাক, ছাত্র ঐক্য নেতা বাছেদ মাহমুদ তুষার, সিয়াম হোসেন।

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ