জন্মাষ্টমী ও দুর্গাপূজা উদ্যাপন উপলক্ষে সৈয়দপুরে মতবিনিময় সভা
আসন্ন ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ও শারদীয় দুর্গাপূজা উদ্যাপন উপলক্ষে নীলফামারীর সৈয়দপুরে সনাতন ধর্মাবলম্বীদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত রবিবার (১৮ আগস্ট) সৈয়দপুর হিন্দু কল্যাণ সমিতি স্থানীয় পৌর কমিউনিটি সেন্টারে ওই সভায় আয়োজন করে।
সৈয়দপুর হিন্দু কল্যাণ সমিতি সভাপতি ও নীলফামারী জজ কোর্টের সিনিয়র আইনজীবী এ্যাডভোকেট তুষার কান্তি রায়ের সভাপতিত্বে সভার শুরুতেই স্বাগত বক্তব্য বলেন, সংগঠনের সাধারণ সম্পাদক সুমিত কুমার আগরওয়ালা (নিক্কি)।
সৈয়দপুর হিন্দু কল্যাণ সমিতির সহ-সভাপতি টিকেন্দ্র জিৎ রায় মীরুর সঞ্চালনায় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন হিন্দু ,বৌদ্ধ,খৃষ্টীন ঐক্য পরিষদ সৈয়দপুর উপজেলা শাখার সভাপতি এ্যাডভোকেট. সুবোধ চন্দ্র রায়, কামারপুকুর ডিগ্রী কলেজের অধ্যক্ষ অরুণ কুমার দাস বাপ্পা, অধ্যাপক মনোরঞ্জন রায়, প্রভাষক দিলীপ সরকার, প্রকৌশলী তারক ব্রম্মা, দিলীপ মজুমদার, তরুণ ছাত্র সংগঠক উত্তম কুন্ডু, সাংবাদিক গোপাল রায়,নিরঞ্জন কুমার আগরওয়ালা নিজু, সাবেক কাউন্সিলর কণিকা রানী সরকার, রতন কুমার সরকার,সুশান্ত কুমার, রামসিতা মন্দিরের পন্ডিত নিমাই গোস্বামী,অতুল চন্দ্র সরকার, অমল চন্দ্র দাস, কৃষ্ণ চন্দ্র রায়, কমল কান্তি রায়, নিহার রঞ্জন দাস, নন্দলাল হাজরা, কালু বাঁসফোর, বিজলী বাঁসফোর প্রমূখ।
সভায় বর্তমান পরিস্থিতির পাশাপাশি আসন্ন জন্মাষ্টমী ও শারদীয় দুর্গোৎসব পালনের বিষয়ে ব্যাপক আলোচনা করেন। সভায় সকলের সম্মতিতে , সৈয়দপুরে আসন্ন জন্মাষ্টমী ও শারদীয় দুর্গাপূজা ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে ব্যাপকভাবে পালনের সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে গ্রহন করা হয়। আর এ জন্য এখন থেকে সকলকে উৎসব উদযাপনে প্রস্তুতি নেয়ার আহবান জানানো হয় ওই সভায়।
সৈয়দপুর হিন্দু কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক সুমিত কুমার আগরওয়ালা (নিক্কি) বলেন, অন্যান্য বছরের মতো এবারও সৈয়দপুরে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ও আসন্ন শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে উদ্যাপন করা হবে। তিনি বলেন, আমাদের এসব উৎসব স্বতঃস্ফূর্ত পালনে সব ধরনের ব্যবস্থা নেয়া হবে। জন্মাষ্টমী ও দুর্গাপূজা পালনে প্রশাসনসহ সকল রাজনৈতিক দল সার্বিক সহযোগিতা করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: