পার্বতীপুর আদর্শ কলেজের নতুন ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোখলেছুর রহমান
দিনাজপুরের পার্বতীপুর আদর্শ কলেজের নতুন ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন একই কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোখলেছুর রহমান । পার্বতীপুর আদর্শ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুর রশিদ সরকার শারীরিক অসুস্থতা জনিত কারণে দায়িত্ব হতে অব্যাহতি নেওয়ায় একই কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সিনিয়র সহকারী অধ্যাপক মোঃ মোখলেছুর রহমান নতুন ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। মঙ্গলবার (২০ আগষ্ট) দুপুরে তিনি ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্বপ্রাপ্ত হন।
কলেজ সূত্রে জানা যায়, অধ্যক্ষ না থাকায় গত ৩১-০৮-২০২৩ইং তারিখে একই কলেজের সহকারী অধ্যাপক আব্দুর রশীদ সরকারকে ম্যানেজিং কমিটি ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্বভার প্রদান করেন। ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোখলেছুর রহমান দায়িত্বভার গ্রহণ করে কলেজের বর্তমান ম্যানেজিং কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা খাতুনকে বিষয়টি অবহিত করে কলেজের কার্যক্রম পরিচালনা করছেন।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে আদর্শ কলেজের নতুন ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোখলেছুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ