হিলিতে স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
দিনাজপুরের হিলিতে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
র্যালিটি হিলির বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চারমাথায় এসে শেষ হয়। পরে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সোহেল হোসেনের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য দেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি হরিরামপুর উপজেলা শাখার সভাপতি ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী, সাংগঠনিক সম্পাদক হযরত সরদার, যুগ্ম-সাধারণ সম্পাদক এস রেজা বিপুল, পৌর বিএনপির সভাপতি ফরিদ খাঁন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হোসেন, থানা ছাত্র দলের আহ্বায়ক আনোয়ার হোসেন, থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলী হোসেন, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সোহেলসহ উপজেলা বিএনপি'র সকল অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।

হিলি (দিনাজপুর) প্রতিনিধিঃ