শিবগঞ্জে সেচ্ছাসেবকদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
বগুড়ার শিবগঞ্জ উপজেলা ও পৌর জাতীয়তাবাদী সেচ্ছাসেবকদল এর ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। মঙ্গলবার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচী শেষে বর্ণাঢ্য র্যালি পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
র্যালী শেষে শহীদ মুগ্ধ চত্বরে উপজেলা সেচ্ছাসেবকদলের সভাপতি এবিএম মাসুদ রানা মাসুমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রায়হানুল হক রনির সঞ্চলনায় সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখেন শিবগঞ্জ উপজেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপি নেতা জেডএম তাজুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি বুলবুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল করিম, থানা বিএনপি নেতা আনোয়ারুল ইসলাম মুকুল, আব্দুল হান্নান, শাহিন মিয়া, উপজেলা সেচ্ছাসেবকদল সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম সোহেল, পৌর সেচ্ছাসেবকদল সভাপতি জুয়েল হোসেন বাপ্পী, সাধারণ সম্পাদক মেহেদী হাসান। এসময় উপজেলা, পৌর ও ইউনিয়নের সেচ্ছাসেবকদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি: