শিবগঞ্জে রিক্সা চালক শহীদ রনির কবর জিয়ারত করলেন বিএনপির নেতারা
শিবগঞ্জ উপজেলা বিএনপি অঙ্গ সংগঠনের আয়োজনে বগুড়ার শিবগঞ্জ উপজেলার বুড়িগঞ্জ ইউনিয়নের পঞ্চদাস গ্রামে নীরিনহ রিক্সাচালক শহীদ রনির কবর জিয়ারত করা হয়।
শুক্রবার বিকালে নিহত রনির পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তার কবর জিয়ারত শেষে পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি ও শিবগঞ্জ থানার বিএনপি'র সভাপতি অধ্যক্ষ মীর শাহে আলম। উল্লেখ্য, রনি সৈরাচার শেখ হাসিনা সরকার পতনের আন্দোলনে অংশ গ্রহন করে সরকার দলীয় সন্ত্রাসীদের হামলায় ঢাকায় নিহত হয়। এসময় উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপি’র সহ-সাংগঠনিক সম্পাদক এসএম তাজুল ইসলাম, উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এ্যাডঃ আব্দুল ওহাব, পৌর বিএনপি সভাপতি বুলবুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল করিম, যুবদল নেতা খালিদ হাসান আরমান, স্বেচ্ছাসেবক দল নেতা রায়হানুল হক রনি সহ বিএনপি ও অঙ্গ সংগঠন এর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ