শিবগঞ্জে পৃথক দুটি মামলায় আ.লীগ সভাপতি ও ইউপি সদস্য গ্রেফতার
বগুড়ার শিবগঞ্জ উপজেলার ময়দানহাট্টা ইউনিয়ন বিএনপির সভাপতি সুজাউদ্দৌলা সুজা কে ২০১৮ সালে হত্যা করা হয়। ঘটনার দীর্ঘদিন আগষ্ট মাসে শিবগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলায় ৮০জন আসামীর মধ্যে মঙ্গলবার রাতে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ২ জন গ্রেফতার করে।
গ্রেফতারকৃরা হলেন সৈয়দপুর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মহাতাব উদ্দিন। তাকে শিবগঞ্জ থানাধীন বড়িয়ারহাট বাজার এলাকায় থেকে গ্রেফতার করে শিবগঞ্জ থানা পুলিশ। অপর একটি মামলায় শিবগঞ্জ সোনলী ব্যাংক (রনি চত্বর) এলাকায় ককটেল ও বিষ্ফোরক মামলার আসামী বুড়িগঞ্জ ইউনিয়ন ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান গোলাম মস্তফাকে জামুরহাট বাজার এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়।
এ ব্যাপারে থানা অফিসার ইনচার্জ আব্দুর রউফ বলেন হত্যা মামলায় ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মহাতাপ আলী ও বিষ্ফোরক মামলায় বুড়িগঞ্জ ইউনিয়ন ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান গোলাম মস্তফাকে জামুরহাট বাজার এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করে বগুড়া জেল হাজুতে প্রেরণ করা হয়। মামলার অবশিষ্ঠ আসামীদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।

শিবগঞ্জ(বগুড়া) প্রতিনিধিঃ