বন্যার্তদের সহায়তায় অর্থ সংগ্রহে সৈয়দপুরে ‘কনসার্ট ফর ফ্লাড ভিকটিম’
বন্যার্তদের সহায়তায় অর্থ সংগ্রহে নীলফামারীর সৈয়দপুরে এক বিশাল কনসার্ট অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার (২৮ আগস্ট) রাতে সৈয়দপুর মিউজিক অ্যাসোসিয়েশন ‘কনসার্ট ফর ফ্লাড ভিকটিম’ শিরোনামে ওই কনসার্টটি আয়োজন করে। সৈয়দপুর শহরের বিমানবন্দর সড়কের অফিসার্স ক্লাব (ফাইভ স্টার) মাঠে সন্ধ্যা থেকে শুরু হয়ে গভীর রাত পর্যন্ত চলে ওই আয়োজন।
কনসার্টে সাড়ে চার লাখ টাকা ও সমপরিমাণ ত্রাণসামগ্রী সংগৃহিত হয়েছে। এ সব নগদ অর্থ ও ত্রাণসামগ্রী বন্যার্তদের সহায়তা দিয়েছে সৈয়দপুর মিউজিক অ্যাসোসিয়েশন। কনসার্টে বিনা পারিশ্রমিকে গান গেয়ে অর্থ সংগ্রহে সহায়তা করেছেন উত্তরবঙ্গের জ্যামস খ্যাত বাপ্পী আরনাফ, আদিত্য জয়, আমিনুল শুভ, কাজী শুভসহ দেশের নামকরা ও স্থানীয় শিল্পীরা। কনসার্টে সৈয়দপুর শহরের ও আশেপাশ এলাকার নানা বয়সী ও পেশার শত শত দর্শক শ্রোতা উপস্থিত হয়ে আয়োজনটি উপভোগ করেন। সেই সঙ্গে বন্যার্তদের সহায়তায় নগদ অর্থ ও ত্রাণ সামগ্রী তুলে দেন আয়োজন সংগঠনের স্বেচ্ছাসেবীদের হাতে।
সৈয়দপুর মিউজিক অ্যাসোসিয়েশনের আহবায়ক শিল্পী বাপ্পী আরনাফ ও আদিত্য জানান, দেশের দক্ষিণ ও পূর্বাঞ্চলের কয়েকটি জেলায় আকস্মিক বন্যার কারণে ভয়াবহ সংকটের সৃষ্টি হয়েছে। আমরা গায়ক, আমাদের কাজেই হচ্ছে সঙ্গীত পরিবেশন করা। তাই সঙ্গীতের মাধ্যমে কীভাবে বন্যার্তদের সহযোগিতা করার জন্য আমাদের এই আয়োজন। বন্যার্তদের পাশে দাঁড়ানো আমাদের মুখ্য উদ্দেশ্য। সেই উদ্দেশ্যে আমরা সৈয়দপুর মিউজিক অ্যাসোসিয়েশন বন্যার্তদের জন্য একটি কনসার্টের আয়োজন করেছি। এতে আমরা আশানুরূপ সাড়া পেয়েছি সৈয়দপুর ও এর আশেপাশের এলাকার মানুষের। এই কনাসার্ট’র মাধ্যমে আমরা পর্যাপ্ত ত্রাণসামগ্রী ও নগদ অর্থ বন্যার্তদের সহায়তায় সংগ্রহ করতে পেরেছি।
কনসার্টের সার্বিক সহযোগিতা করে সৈয়দপুর শহরের পার্বতীপুর সড়কের ড্রিম প্লাস হোটেল এন্ড রিসোর্ট। রিসোর্টের কর্ণধার তহিদার রহমান ও কনসার্ট আয়োজকদের অন্যতম রবিউল রবি জানান, বন্যার্তদের জন্য অর্থ সংগ্রহে এই আয়োজন। এ আয়োজনে কোন শিল্পী কোন পারিশ্রমিক নেয়নি। আমাদের আয়োজনে ডেকোরেশন ও সাউন্ড সিস্টেমসহ যাবতীয় ইকুইমেন্ট বিনামূল্যে সরবরাহ করেছে সংশ্লিষ্টরা। সেই সঙ্গে আমরা কনসার্টে কোন টিকিটের ব্যবস্থা করিনি। শুধুমাত্র বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম সোস্যাল মিডিয়ার মাধ্যমে আমরা সকলকে কিছু সাহায্য নিয়ে আসতে বলেছিলাম যাতে সেটা বন্যার্তদের দিতে পারে দর্শক শ্রোতারা। তারা তাই করেছেন। এতে আমরা ব্যাপক সাড়া পেয়েছি।
বন্যার্তদের সহায়তায় অর্থ ও ত্রাণসামগ্রী সংগ্রহে সৈয়দপুর মিউজিক অ্যাসোসিয়েশনের এই কনসার্টে শহরের বিভিন্ন স্বেচ্ছাসেবীরাও স্বেচ্ছায় শ্রম দিয়ে সার্বিক সহযোগিতা দেন। আয়োজনটিতে মিডিয়া পার্টনার ছিল, সৈয়দপুরে সর্বপ্রথম অনলাইনভিত্তিক পোর্টাল সিসিনিউজ ২৪.কম।

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: