সৈয়দপুরে লায়ন রানা আজহারের বড় ভাইয়ের ইন্তেকাল
লায়ন্স ক্লাবস্ অব ইন্টারন্যাশনাল জেলা ৩১৫ এ ২ বাংলাদেশ এর রিজিয়ন চেয়ারপার্সন (হেডকোয়ার্টার) ও লায়ন্স ক্লাব অব সৈয়দপুর এর ডিরেক্টর এবং সৈয়দপুর লায়ন্স স্কুল এন্ড কলেজের পরিচালনা পর্ষদের সদস্য লায়ন মো. রানা আজহারের বড় ভাই আনোয়ার হাসান ইন্তেকাল করেছেন। তিনি ভারতের দিল্লীতে রাজীবগান্ধী ক্যান্সার ইন্সটিটিউটে চিকিৎসাধীন অবস্থায় গত ২৬ আগস্ট বিকেল চারটায় মারা যান। শহরের নতুন বাবুপাড়ার কলিম মোড়স্থ বাসিন্দা ও স্টীল কর্ণারের স্বত্ত্বাধিকারী আনোয়ার হাসান প্রায় বছরখানেক যাবৎ ঘাতকব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে সেখানে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১ বছর। তিনি স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে সন্তান, অসংখ্যক আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, শুভাকাঙখী ও বহু গুনগ্রাহী রেখে গেছেন।
গতকাল বৃহস্পতিবার (২৯ আগস্ট) বেলা এগারটায় সৈয়দপুর শহরের শহীদ ডা. জিকরুল হক সড়কের জামে মসজিদে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে। তাঁর জানাজার নামাজে শহরের সর্বস্তরের বিপুল সংখ্যক মানুষ অংশ নেন। পরে মরহুমকে শহরের হাতীখানা কবরস্থানে দাফন করা হয়।
তাঁর মৃত্যুতে লায়ন্স্ ক্লাব অব ইন্টারন্যাশনাল জেলা ৩১৫ এ ২ বাংলাদেশ এর গভর্নর লায়ন মো. হানিফ, সাবেক জেলা গভর্নর ও দৈনিক করতোয়া পত্রিকার সম্পাদক লায়ন মোজাম্মেল হক লালু পিএমজেএফ, প্রথম ভাইস জেলা গভর্নর লায়ন শংকর কুমার রায় মনা এজেএফ, দ্বিতীয় ভাইস জেলা গভর্নর লায়ন মহসিন ইমাম চৌধুরী রুনু পিএমজেএফ , লায়ন্স ক্লাব অব সৈয়দপুর এর সভাপতি লায়ন জাকির হোসেন মেনন, সাধারণ সম্পাদক লায়ন হাসান ইমাম, সৈয়দপুর লায়ন্স স্কুল এন্ড কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি লায়ন মো. শফিয়ার রহমান সরকার, অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. মসিউর রহমান, উপাধ্যক্ষ (কলেজ) শফিউল আলম সাজু, উপাধ্যক্ষ (স্কুল) সুফিয়া বেগম শিল্পী, লায়ন্স ক্লাব অব সৈয়দপুর সানফ্লাওয়ারের সভাপতি প্রভাষক লায়ন কহিনুর বেগম, সাধারণ সম্পাদক লায়ন জাবেদ আলী শেখ, সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি দৈনিক আলাপন সম্পাদক লায়ন আমিনুল হক, অধ্যক্ষ লায়ন মো. মোখলেছুর রহমান জুয়েল,সাংবাদিক সাকির হোসেন বাদল, এম আর আলম ঝন্টু, তোফাজ্জল হোসেন লুতু প্রমুখ শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: