পঞ্চগড়ে সড়কের কাজ বন্ধ, ভোগান্তিতে এলাকাবাসী
সদর উপজেলার মাগুড়া ইউনিয়নের বাঁশবাড়ী এলাকায় ১ কিলোমিটার সড়কের উন্নয়ন কাজ দীর্ঘদিন বন্ধ থাকায় এলাকাবাসীকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। রাস্তায় ইটের খোয়া বিছানোর পর আর কাজ করা হয়নি। ফলে স্কুল কলেজের শিক্ষার্থী, বৃদ্ধ, গর্ভবতী মহিলা ও স্থানীয় কৃষকদের কৃষি পণ্য পরিবহনে সমস্যায় পড়তে হয়।
সরজমিনে গেলে ওই সড়কে দেখা হয় ভ্যান চালক নাজমুল (৪০) সাথে। তিনি বলেন, এই সড়কে চলাচল করতে খুবই কষ্ট হয়। কেউ ভ্যানে উঠলে আগের ভাড়ায় দেয়। বাড়তি ভাড়া কেউ দিতে চায় না। রাস্তাটি পাকা হলে চলাচল করতে সুবিধা হবে ।
উত্তর প্রধান পাড়া গ্রামের যুবক শাহিন(৪০) বলেন, এই রাস্তা দিয়ে প্রতিদিন চার-পাঁচ হাজার লোক যাতায়াত করে। আমাদের এই রাস্তাটি দীর্ঘ ৪-৫ বছর ধরে পড়ে আছে। এই রাস্তাটি একেবারে চলাচলের অনুপযোগী। মাগুড়া বাঁশবাড়ী গ্রামের নারী শিমু(২২) বলেন, এই রাস্তাটার জন্য আমাদের এলাকায় ভ্যান রিকশা কিছু আসতে চায় না। চলাফেরা করতেও খুব কষ্ট হচ্ছে। দ্রুত এই রাস্তা পাকা করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
স্থানীয়দের অভিযোগ ৪-৫ বছর আগে এই সড়কে ইটের খোয়া ফেলে রাখে কাজ সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান। পরে আর বাকি কাজ শেষ করেনি। ফলে সড়কের উপর দিয়ে চলাচল করতে দুর্ভোগ পোহাতে হয়। বাঁশবাড়ী গ্রামের বৃদ্ধ মফিজ উদ্দিন বলেন, এই রাস্তা দিয়ে আমাকে সব সময় যেতে হয়। রাতে সাইকেলে চরে যাওয়া যায় না । সাইকেল নিয়ে হেঁটে যেতে হয় । রাস্তাটি খারাপ হওয়ায় কত মানুষ অন্য রাস্তা দিয়ে ঘুরে যায়।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) পঞ্চগড় সদর উপজেলা কার্যালয় সূত্রে জানা গেছে, ২০১৯-২০ অর্থবছরে ওই সড়কের কাজ সমাপ্ত করার কথা ছিল। কিন্তু হঠাৎ করে দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি পাওয়ায় কাজ সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান কাজটি বন্ধ রাখে।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর(এলজিইডি) পঞ্চগড় সদরের উপসহকারী প্রকৌশলী কৃষ্ণ চন্দ্র রায় বলেন, ২০২১ সালে পঞ্চগড়- আটোয়ারী আর এইচ ডি সড়কের পঞ্চগড়- আটোয়ারী সওজ রাস্তার পূর্ব প্রধান পাড়া উচ্চ বিদ্যালয় রাস্তা ভায়া বাঁশবাড়ি ও বকুলতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত এক কিলোমিটার (চেইনেজ০০-১০০০মিটার) সড়কের উন্নয়ন কাজের ব্যয় ধরা হয় ৬১ লক্ষ ৪২ হাজার ৫৫৩ টাকা।
পঞ্চগড় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী মোঃ মাহমুদ জামান বলেন, সড়কটির উন্নয়ন কাজ বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট ঠিকাদারের কার্যাদেশ বাতিল করা হয়েছে। অবশিষ্ট কাজ বাস্তবায়নের জন্য নতুন ঠিকাদার নির্ধারণের টেন্ডার আহ্বান করার অনুমোদন চেয়ে প্রকল্প পরিচালক বরাবর পত্র প্রেরণ করা হয়েছে। অনুমোদন পেলে দরপত্র আহবানপূর্বক ঠিকাদার নির্বাচন করে কাজ বাস্তবায়ন করা হবে।

হায়দার আলী, পঞ্চগড়