প্রকাশিত : ২ সেপ্টেম্বর, ২০২৪ ১৩:২৭

সৈয়দপুরে বিএনপির ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি :
সৈয়দপুরে বিএনপির ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

রবিবার নীলফামারীর সৈয়দপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল, আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সৈয়দপুর শহরের শহীদ ডা. জিকরুল হক সড়কস্থ সংগঠনের নিজস্ব কার্যালয়ে রাজনৈতিক  জেলা বিএনপির আয়োজনে ওই কর্মসূচি পালন করা হয়। এতে সভাপতিত্ব করেন সৈয়দপুর সাংগঠনিক জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব  মো. আব্দুল গফুর সরকার। 

সভায় আলোচনায় বক্তব্য রাখেন বিএনপির  কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি বিলকিস ইসলাম, সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মো. শওকত চৌধুরী, সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি এ্যাডভোকেট এস এম ওবায়দুর রহমান, সাধারণ সম্পাদক শাহীন আকতার শাহীন, যুগ্ম সম্পাদক এরশাদ হোসেন পাপ্পু, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন প্রামাণিক, জেলা বিএনপি নেতা প্রভাাষক শওকত হায়াৎ শাহ, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক কামরুল হাসান কার্জন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক  শেখ  আশিফুর রজমান বাবলু প্রমূখ।

পরে এক বিশেষ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।  মাহফিলে ছাত্র জনতার গণআন্দোলনে নিহত সকল শহীদের রুহের মাগফিরাত এবং আহতদের সুস্থতা কামনা করে বিশেষ দোয়া করা হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন  জেলা ওলামা দলের আহবায়ক ক্বারী মাওলানা মাকসুদুল ইসলাম। 

এতে অন্যান্যদের মধ্যে বিএনপি নেতা আলহাজ্ব রশিদুল হক সরকার, মনোয়ার হোসেন, শামসুল আলম, আবিদ  হোসেন লাড্ডান, আবু সরকার,আনিছুল হক চৌধুরী, শাহিন  হোসেন, যুবদল নেতা রিজওয়ান আক্তার পাপ্পু,  সৈয়দ নাদিম রেজা, ছাত্রদল নেতা  হোসাইন মোহাম্মদ আরমান, কৃষকদল নেতা মাজহারুল ইসলাম সরকার মিজু বসুনিয়াসহ বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষক দল,স্বেচ্ছাসেবক দল মহিলা দল, মৎস্যজীবী দল, জাসাসসহ সংগঠনের  জেলা, থানা,পৌর, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন ।  এর আগে দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। 

 

উপরে