আদমদীঘি উপজেলা বিএনপি’র উদ্যোগে ৪৬ তম প্রতিষ্ঠা পালিত
বগুড়ার আদমদীঘি উপজেলা বিএনপির উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলে রোববার সারাদিন ব্যাপী নানা কর্মসূচীর মধ্যে দিয়ে পালিত হয়। কর্মসূচীর মধ্যে ছিল জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতিতে মাল্যদান, পবিত্র কোরআন তেলাওয়াত, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বাদ আছর উপজেলা সদরের মডেল মসজিদে দোয়া মাহফির অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক ফজলুল বারী তালুকদার বেলাল, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আব্দুল মহিত তালুকদার, সাধারণ সম্পাদক আবু হাসান, উপজেলা বিএনপির সহ-সভাপতি বুলবুল ফারুক, যুগ্ম সম্পাদক এস. মাসুদ আহম্মেদ, বগুড়ার জেলা বিএনপির প্রবাসী বিষয়ক সম্পাদক মোহাম্মাদ আব্দুল মান্নান, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মাহফুজুর রহমান টিকন, উপজেলা বিএনপির সহ-সভাপতি ও নশরতপুর ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা, উপজেলা বিএনপির সদস্য রফি আহম্মেদ আচ্চু, বিএনপি নেতা আতোয়ার রহমান, আবু তালেব দুলাল, মোকলেছার রহমান, আলহাজ্ব কামাল হোসেন, জুলফিকার আলী, উপজেলা যুবদলের আহবায়ক মিনহাজুল ইসলাম, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক এস.এম জুয়েল রানা, যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন জীবন, আদমদীঘি সদর ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক রিয়ন শাহ, ছাত্রদল নেতা আহম্মেদ কাওছার দ্বীপ সহ বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মী। অপর দিকে সান্তাহার পৌর বিএনপির উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলে গতকাল রোববার সারাদিন ব্যাপী নানা কর্মসূচীর মধ্যে দিয়ে পালিত হয়। আলোচনা সভায় সান্তাহার পৌর যুবদল কার্যালয়ে পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস এম আখতারুজ্জামান মিঠুর সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিষ্ঠা বার্ষিকী আলোচনা সভায় বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির উপদেষ্ঠা পরিষদের সদস্য ফিরোজ মো: কামরুল হাসান, সহ-সভাপতি ইকবাল হোসেন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক দিলদার আলম জুয়েল, মামুনুর রশিদ মামুন, পৌর যুবদলের আহবায়ক ও কাউন্সিলর ওয়াহেদুল ইসলাম ওয়াহেদ, সিনিয়র যুগ্ম আহবায়ক মাহাফুজুর রহমান লিটন, পৌর ছাত্র দলের সভাপতি সোহাগ হোসাইন, সাধারণ সম্পাদক ছাব্বির হোসেন ছনি, পৌর সেচ্ছাসেবক দলের আহবায়ক মানিক হোসেন, সদস্য সচিব সাব্বির আহমেদ লিয়ন, রুবেল হোসেন, কৃষক দলের সভাপতি আকরবর আলী মিঠু, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম খোকন, শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি আফতাব হোসেন, সাধারন সম্পাদক শামসুদ্দিন শেখ গল্টু, সাংগঠনিক সম্পাদক মোয়াজ্জেম হোসেন বডি, তাঁতী দলের জবা হোসেন, ফারুক হোসেন, জাকির হোসেন, মৎস্যজীবী দলের সভাপতি লোকমান হাকিম প্রমুখ। আলোচনা শেষে খালেদা জিয়ার সুস্থ্যতা ও দেশের কল্যান কামনা করে দোয়া করা হয়।

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ