সৈয়দপুরে জেলা বিএনপি অফিস ভাঙচুরের অভিযোগে থানায় মামলা দায়ের
নীলফামারীর সৈয়দপুরে জেলা বিএনপি অফিস ভাঙচুরের অভিযোগে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীদের নামে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। গত শনিবার (৩১ আগস্ট) বিএনপি সৈয়দপুর পৌর শাখার সাধারণ সম্পাদক মো. আশিকুর রহমান বাদী হয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৯০ জনের নাম উল্লেখপূর্বক আরো ৩০০-৪০০ জনকে অজ্ঞাতনামা আসামী করে ওই মামলাটি দায়ের করেন।
মামলার উল্লেখযোগ্য আসামীরা হলেন, সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. মোখছেদুল মোমিন ও সাধারণ সম্পাদক মহসিনুল হক মহসিন, পৌর আওয়ামী লীগের সভাপতি মো. রফিকুল ইসলাম বাবু, পৌর মহিলা লীগের সভাপতি ও সাবেক পৌর মেয়র রাফিকা আকতার জাহান বেবী, উপজেলা যুব লীগের সভাপতি দিলনেওয়াজ খান, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোমেন শাহরিয়ার টুটুল ও সাধারণ সম্পাদক সাদেকুর রহমান সজীব, পৌর ছাত্র লীগের সভাপতি সিফাত সরকার ও সাধারণ সম্পাদক শহিদুজ্জামান শুভ শেখ প্রমুখ।
থানায় দায়েরকৃত মামলা অভিযোগ করা হয়, গত ৪ আগস্ট দুপুরে সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা বিভিন্ন এলাকা থেকে এসে জোটবদ্ধ হয়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে শহরের শহীদ ডা. জিকরুল হক সড়কে রাজনৈতিক জেলা বিএনপির দলীয় কার্যালয়ে হামলা করে। এ সময় তারা অফিসে থাকা আসবাবপত্র ভাঙচুর করে। এছাড়াও সংগঠনের দলীয় কার্যালয়ে থাকা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছবি ভাঙচুর করে। এ ঘটনায় বিএনপি সৈয়দপুর পৌর শাখার সাধারণ সম্পাদক মো. আশিকুর রহমান বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন। সৈয়দপুর থানার দায়িত্বপ্রাপ্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) ও উপ-পরিদর্শক মো. আকমল হোসেন মামলার বিষয়টি নিশ্চিত করেন।

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: