প্রকাশিত : ৩ সেপ্টেম্বর, ২০২৪ ১৩:৪৫

সৈয়দপুরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ শুরু

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
সৈয়দপুরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ শুরু

নীলফামারীর সৈয়দপুরে কৃষি বিভাগের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ শুরু হয়েছে। ২০২৪-২০২৫ অর্থবছরে রবি মৌসুমে গ্রীষ্মকালীন পেঁয়াজ ও মাসকলাই আবাদ বৃদ্ধির জন্য ক্ষুদ্র কৃষকের মাঝে ওই বীজ ও সার বিতরণ করা হচ্ছে। সোমবার সকালে উপজেলা কৃষি বিভাগের আয়োজনে  উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে ওই বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)  মো. নূর-ই আলম সিদ্দিকী এবং বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) মো. আমিনুল ইসলাম ও সাংবাদিক এম আর আলম ঝন্টু।

 অনুষ্ঠানে সভাপতিত্ব করেন  সৈয়দপুর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ধীমান ভূষণ।  অতিরিক্ত কৃষি কর্মকর্তা শারমীন সুলতানায়  সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলা কৃষি বিভাগের অন্যান্য কর্মকর্তা, কৃষক-কৃষাণীরা উপস্থিত ছিলেন ।

 অনুষ্ঠানে উপজেলার পাঁচটি ইউনিয়ন ও পৌরসভা এলাকার বাছাইকৃত ১০০ জন ক্ষুদ্র কৃষকের মাঝে প্রণোদনার ওই বীজ ও সার বিতরণ করা হয়। 

 সৈয়দপুর উপজেল কৃষি বিভাগ সূত্রে  জানা যায়, প্রতিজন কৃষকের জন্য পাঁচ কেজি মাসকলাই বীজ, এক কেজি পেঁয়াজের বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ এমওপি সার বরাদ্দ রয়েছে। এ সব বীজ ও রাসায়নিক সার দিয়ে কৃষকরা এক বিঘা জমিতে মাসকলাই ও এক বিঘা জমিতে পেঁয়াজের আবাদ করতে পারবেন ।

 

উপরে