সৈয়দপুরে শামসুর রহমান রাজু’র ইন্তেকাল
নীলফামারীর সৈয়দপুর মহিলা ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক মো. আমিরুল ইসলাম চাতুর ছোট ভাই শামসুর রহমান রাজু গত বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি বেশ কিছু দিন ধরে হৃদরোগসহ নানা জটিল রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৬ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে, দুই মেয়েসহ অসংখ্যক আত্মীয় -স্বজন, বন্ধু-বান্ধব ও বহু গুণগ্রাহী রেখে গেছেন।
শুক্রবার বাদ জুম্মা সৈয়দপুর উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের পূর্ব বেলপুকুর কাশিরাম ব্রহ্মত্তর গ্রামে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে। তাঁর জানাজার নামাজে সর্বস্তরের বিপুল সংখ্যক মানুষ অংশ নেন। পরে মরহুমকে তাঁর পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
তাঁর মৃত্যুতে সৈয়দপুর উপজেলার দুই নম্বর কাশিরাম বেলপুকুর ইউনিয়নের চেয়ারম্যান লানচু হাসান চৌধুরী, খাতামধুপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো জুয়েল চৌধুরী, নীলফামারী সদরের চড়াইখোলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন বসুনিয়া মানিক, বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ প্রফেসর ডা. মো শরীফুল আলম চৌধুরী, সৈয়দপুর মহিলা ডিগ্রী কলেজে সাবেক অধ্যক্ষ আব্দুস্ সাত্তার পাটোয়ারী প্রমুখ শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
উল্লেখ্য, মরহুম শামসুর রহমান রাজু ছিলেন কাশিরাম বেলপুকুর ইউনিয়নের প্রাক্তন চেয়ারম্যান মরহুম আজাহারুল ইসলাম ভুতুলুর ছোট ভাই এবং নীলফামারী সদরের চড়াইখোলা স্কুল এন্ড কলেজের পৌরনীতি বিভাগের শিক্ষক সাহিদুর রহমান খোকনের বড় ভাই।

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি :