সৈয়দপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত
রবিবার সারাদেশের মতো নানা কর্মসূচির মধ্যদিয়ে নীলফামারীর সৈয়দপুর উপজেলায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০২৪ পালিত হয়েছে। দিবসটি উদ্যাপন উপলক্ষে সৈয়দপুর উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য র্যালি ও এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সৈয়দপুর উপজেলা পরিষদ মিলনায়তনে দিবসের এবারের প্রতিপাদ্য “বহু ভাষায় শিক্ষার প্রসার ঃ পারস্পারিক সমঝোতা ও শান্তির জন্য সাক্ষরতা” এর ওপর ওই আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. নুর-ই- আলম সিদ্দিকী।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সৈয়দপুর উপজেলা সহকারি শিক্ষা অফিসার মো. মিজানুর রহমান, মুসারাত জাহান, মরিয়ম নেছা, বাঙ্গালীপুর নিজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুখসানা প্রধান, প্রধান শিক্ষক এম ওমর ফারুক, ঢাকা আহ্ছানিয়া মিশনের সৈয়দপুর ফিল্ড অফিসের ফিল্ড ম্যানেজার মো. আসাদুল্লাহ্ ও সংস্থার কাপআপ প্রজেক্টের গোলাহাট ক্যাম্প ডাম সিএলসির সিএমসির সদস্য আব্দুল লতিফ প্রমুখ।
এর আগে দিবসটি উপলক্ষে সৈয়দপুর উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা পরিষদের সামনের সড়ক হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বাঙ্গালীপুর নিজপাড়া সরকারি প্রাথমিক বিদালয় এবং ঢাকা আহ্ছানিয়া মিশনের কাপআপ প্রজেক্টের কর্মকর্তা-কর্মী, শিশু শিখন কেন্দ্রের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা অংশ নেন।

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: