জুলাই আগস্টে নিহত ও আহতদের পরিবারের পাশে থাকবে ছাত্রদল
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেছেন, বৈষম্যবিরোধী ছাত্র- জনতার গণআন্দোলনে জুলাই থেকে আগস্ট পর্যন্ত স্বৈরাচারী হাসিনা সরকারের সময় প্রতিটি হত্যাকান্ডের সাথে জড়িতদের বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। ফ্যাসিস্ট কায়দায় ভবিষ্যতে কেউ যাতে হত্যাকান্ড চালাতে না পারে সেজন্য ছাত্রদল সতর্ক রয়েছে।
তিনি বলেছেন, শহীদ আবু সাঈদ, মুগ্ধ, ওয়াসিমসহ বৈষম্যবিরোধী গণআন্দোলন চলাকালে আবু সাঈদ, মুগ্ধ, ওয়াসিমসহ সকল শহীদের কারণে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। তাদের অবদান দেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। মনে রাখতে হবে তাদের কারণে স্বৈরাচারী সরকারের পতন হয়েছে। তিনি আরো বলেন, দেশে যেন আর কখনো ফ্যাসিবাদ কায়েম না হয়, কোন স্বৈরাচার যেন আর ক্ষমতায় অধিষ্ঠিত না হতে পারে এবং দেশের কেউ যেন বৈষম্যের শিকার না হয়, সেদিকটা খেয়াল রাখতে হবে। দেশকে অস্থিতিশীল করতে এখনও বিভিন্ন ষড়যন্ত্র চলছে। সেই সব ষড়যন্ত্র প্রতিহত করতে সকলকে সজাগ থাকতে হবে। ছাত্রদল শহীদদের চেতনা হৃদয়ে ধারণ করে পথ চলবে।
গত শুক্রবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় রংপুর থেকে ঢাকা ফেরার পথে নীলফামারীর সৈয়দপুর হাতিখানা কবরস্থানে ঢাকায় ছাত্র জনতার গণআন্দোলন চলাকালে স্বৈরাচারী আওয়ামী সরকারের পেটোয়া বাহিনীর গুলিতে নিহত সাজ্জাদের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। তিনি আরও বলেন, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে শহীদ আবু সাঈদসহ সারাদেশের সকল শহীদ ও আহতদের পরিবারের খোঁজখবর নিচ্ছি আমরা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সর্বাত্মকভাবে শহীদ ও আহতদের পরিবারের পাশে রয়েছে। তাদের তালিকা করে ডাটাবেইজের আওতায় এনে বর্তমানে এবং আগামীতে কীভাবে তাদের পরিবারের সদস্যদের জন্য কাজ করা যায় তার একটি যোগসূত্র স্থাপনে ছাত্রদল ভূমিকা পালন করছে।
তারা বলেন, আমরা প্রতিটি শহীদ পরিবারের সঙ্গে কথা বলে সেই সব পরিবারের সদস্যদের চাকুরি প্রদানসহ অন্য কোন কর্মসংস্থানের ব্যবস্থা যায় কিনা সে বিষয়ে বেশি গুরুত্ব দিয়ে কাজ করবে বিএনপি। ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমাতে স্বৈরাচারী হাসিনা সরকার ক্ষমতায় টিকে থাকতে যেভাবে গণহত্যাযজ্ঞ চালিয়েছে, সেসব হত্যাকান্ডের অতি দ্রুত বিচারের দাবি জানান।
এ সময় কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির, সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব অধ্যক্ষ মো. আব্দুল গফুর সরকার, সাধারণ সম্পাদক শাহীন আকতার শাহীন,সাংগঠনিক সম্পাদক এম এ পারভেজ লিটন, জেলা ছাত্রদল সভাপতি হোসাইন মোহাম্মদ আরমান, সহ সভাপতি ইমরান আনসারী,সাধারণ সম্পাদক মোমিনুল ইসলাম রাব্বি, যুগ্ম সম্পাদক শাহাদাত হোসেন আরাফাত, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান জয়,জেলা যুবদলের যুগ্ম আহবায়ক কামরান উদ্দিন উপস্থিত ছিলেন প্রমুখ।