সৈয়দপুরে শাহজালাল ইসলামী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি পালিত
নীলফামারীর সৈয়দপুর লায়ন্স স্কুল এন্ড কলেজ মাঠে গত বৃহস্পতিবার বিকেলে বৃক্ষরোপন-২০২৪ পালন করা হয়েছে। সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি সৈয়দপুর ও রংপুর শাখার উদোগে বৃক্ষরোপন ও গাছের চারা বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. নুর-ই- আলম সিদ্দিকী এবং বিশেষ অতিথি ছিলেন লায়ন্স স্কুল এন্ড কলেজের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান লায়ন মো. শফিয়ার রহমান সরকার, শাহজালাল ব্যাংক পিএলসি সৈয়দপুর শাখার ব্যবস্থাপক কাজী মাশুকুল আলম ও রংপুর শাখার ব্যবস্থাপক মো. করিমুল্লাহ।
এতে সভাপতিত্ব করেন লায়ন্স স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. মসিউর রহমান। অনুষ্ঠানে শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসির অন্যান্য কর্মকর্তা ও লায়ন্স স্কুল এন্ড কলেজের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠানে শিক্ষা প্রতিষ্ঠানটির শিক্ষার্থী ও শিক্ষকদের মাঝে বিভিন্ন ফলদ,বনজ ও ভেষজ গাছের চারা বিতরণ করা হয়েছে।

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: