শিবগঞ্জে ইসলামী আন্দোলন বাংলাদেশের সমাবেশ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার শিবগঞ্জ উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের আয়োজনে ছাত্র জনতা গণবিপ্লবের শহীদদের আত্মার মাগফেরাত এবং ভারতের পানি আগ্রাসনের প্রতিবাদে সমাবেশ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকালে শহীদ মুগ্ধ চত্বরে মাওলানা আলতাব হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় নায়েবে আমীর ইসলামী আন্দোলন বাংলাদেশের আল্লামা আব্দুল হক আজাদ, বক্তব্য রাখেন, মাওলানা ছামছুল আলম, প্রতিষ্ঠিতা প্রিন্সিপাল ও সাইকুল হাদিস, মোলামগাড়ী মাদ্রাসা, সংগঠনের উপজেলা কমিটির সাধারণ সম্পাদক ছাইফুল ইসলাম, আবু জাফর, হাফেজ সাইফুল ইসলাম, এ্যাডঃ মুক্তি জামাল উদ্দিন জুয়েল, মাওঃ ইমদাদুল হক, হাবীব বিন বদিউজ্জামান, আঃ মোমিন, রবিউল ইসলাম, গোলাম রব্বানী প্রমুখ। সমাবেশ শেষে বিশেষ দোয়া খায়ের অনুষ্ঠিত হয়।