প্রকাশিত : ৮ সেপ্টেম্বর, ২০২৪ ১৪:০৭

রাজশাহীতে গণপিটুনিতে সাবেক ছাত্রলীগ নেতা নিহত

অনলাইন ডেস্ক
রাজশাহীতে গণপিটুনিতে সাবেক ছাত্রলীগ নেতা নিহত

গণপিটুনিতে প্রাণ হারিয়েছেন রাজশাহীর সাবেক ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ আল মাসুদ। শনিবার (৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিনোদপুর বাজারে তার ওপর হামলা হয়। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নগরীর বোয়ালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মাসুদ পারভেজ বলেন, গত ৫ আগস্ট ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে শনিবার রাতে মাসুদের ওপর হামলা হয়। গণপিটুনিতে গুরুতর আহত হয়েছিলেন তিনি। পরে সেনাবাহিনীর সহায়তায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের পরিবার অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আব্দুল্লাহ আল মাসুদ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য ছিলেন। এর আগে, ২০১৪ সালের ২৯ এপ্রিল তার ওপর হামলা হয়। সে সময় মাসুদের ডান পায়ের নিচের অংশ গোড়ালি থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। ক্ষতিগ্রস্ত হয়েছিল বাম পা-ও। কেটে দেওয়া হয়েছিল হাতের রগ। এরপর একটি প্লাস্টিকের পা লাগিয়ে চলাচল করতেন তিনি।

উপরে