নানান অনিয়মে বগুড়া ডায়াবেটিক হাসপাতাল
বগুড়া স্বাস্থ্যসেবা (ডায়াবেটিক) হাসপাতাল জেলার একটি স্বনামধন্য চিকিৎসা প্রতিষ্ঠান। এটি বারডেমের অঙ্গ প্রতিষ্ঠান হিসেবে এর আজীবন সদস্যদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে গঠিত সমিতি দ্বারিা পরিচালিত হয়। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে সমিতির মেয়াদত্তীণ্য হলে তৎকালীন জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দীন এটি দখল করে। তারপর থেকেই এই সমিতিতে চলে দলীয়করণ ও লুটপাট।
মমতাজ উদ্দীনের মৃত্যুর পর একইভাবে এড. মকবুল হোসেন মুকুল সমিতি দখল করে। যে কারণে এই অনিয়মতান্ত্রিক কমিটির বিরুদ্ধে একটি মামলাও হয় কিন্তু তা পরবর্থীতে উচ্চ আদালতে খারিজ হয়ে যায়। তবে ৫ আগস্টের পর পরিবর্তিত পরিস্থিতিতে ডায়াবেটিক হাসপাতালের সমিতি নিয়ে আবার শুরু হয় অস্থিতিশীলতা। ্ি্ে িহাসপাতালের কর্মকর্তা, কর্মচারী ও চিকিৎসকরা চায় এখানে যেন চিকিৎসকরা সমিতির মূল নেতৃত্বে থাকে। কারণ ব্যবসায়ী ও রাজনীতিবিদরা হাসপাতালের সমস্যা সমাধানের চেয়ে নিজের পকেট পূর্তিতে বেশি আগ্রহী।
আবার সমিতির সদস্যরা অনেকে মনে করেন, আওয়ামী লীগের দখলবাজরা এখন এই সমিতিতে থাকতে পারেনা। সেজন্য তারা গত ১৭ আগস্ট একটি তলবী সভা ডাকে। তবে সেই সভার াাগেই ৫ সদস্যের একটি নাটকীয় কমিটি গঠিত হয়। সমিতির ১৮(খ) ধারা মোতাবেক যেখানে এড. মকবুল হোসেন মুকুল আবার আহবায়ক হয়ে বসে এবং অন্য সদস্যরা হলেন ডা. মামুনুর রশিদ মিঠু, মো. আলী এখতিয়ার তালুকদার (তাজু), মো. এরশাদুল বারী এরশাদ, মো. মিজানুর রহমান।
নাম প্রকাশে অনিচ্ছুক অনেকে জানান, বগুড়া জেলা বিএনপির একদল প্রভাবশালী নেতা তার এক আত্মীয় যিনি ডায়াবেটিসের প্রশাসনিক কর্মকর্তার সহযোগীতায় এই কমিটি গঠন করে। তার একদিন পরেই সাংবাদিক সম্মেলন করে সকলে পদত্যাগের ঘোষণা দেয়। কিন্তু নাটকীয়ভাবে ১ সেপ্টেম্বরের পূর্বের সভাপতি এড. মকবুল হোসেন মুকুলের স্বাক্ষরে ডায়াবেটিস হাসপাতালে সবার বেতন হয়। পদত্যাগ করার পরও কিভাবে একজন সভাপতি প্রতিষ্ঠানের আর্থিক কার্যক্রম পরিচালনা করে তা এখন সবার প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।

ষ্টাফ রিপোর্টার