কাহালুর আঘোর মালঞ্চা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষ রোপন করলেন ইউএনও
কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়ার কাহালু উপজেলার মালঞ্চা ইউনিয়নের আঘোর মালঞ্চা উচ্চ বিদ্যালয়ে গত বৃহস্পতিবার বৃক্ষ রোপন করেন অত্র বিদ্যালয়ের সভাপতি, উপজেলা পরিষদের প্রশাসক ও উপজেলা নির্বাহি অফিসার মোছা. মেরিনাা আফরোজ।
এ সময় উপস্থিত ছিলেন মালঞ্চা ইউ পি চেয়ারম্যান মো. নেছার উদ্দিন, আঘোর মালঞ্চা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা বেসরকারি মাধ্যমিক শিক্ষক/কর্মচারী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মো. আবু হাসান প্রামানিক, ভালশুন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুর রহমান, আঘোর মালঞ্চা উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মো. মামুনুর রশিদ সহ অত্র বিদ্যালয়ের শিক্ষক/শিক্ষিকা ও ছাত্র/ছাত্রীবৃন্দ।