বগুড়ায় তেলের ট্যাংক বিস্ফোরণে নিহত সৈয়দপুরের দুই শ্রমিকের বাড়িতে চলছে শোকের মাতম
গত বৃহস্পতিবার দুপুরে বগুড়ার শেরপুরে মজুমদার প্রোডাক্টসের রপ্তানিমুখী পণ্য রাইস ব্র্যান অয়েল কারখানার যন্ত্রাংশ মেরামতকালে বিস্ফোরণ হয়ে নিহত চারজন শ্রমিকের মধ্যে দুইজনের বাড়ি নীলফামারীর সৈয়দপুর শহরে অফিসার্স কলোনী ও হাতীখানা উর্দূভাষী (বিহারী) ক্যাম্প এলাকায়। পরিবারের উপার্জনক্ষম ব্যক্তিদের হারিয়ে তাদের সকলের বাড়িতেই এখন চলছে শোকের মাতম।
শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সকালে সরেজমিনে নিহত ইমরান হোসেন ওরফে লাড্ডুর (৩২) বাড়িতে গিয়ে দেখা যায় কান্নার রোল। পরিবারের সদস্য একে অপরকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙ্গে পড়েছেন। তাঁর কথা বলে বিলাপ করছেন তারা। এ সময় তাদের গগণ বিদারী কান্নায় আশেপাশের এলাকার আকাশ বাতাস ভারী হয়ে উঠেছে। দূর্ঘটনায় নিহত হওয়ার খবর পেয়ে আত্মীয়-স্বজন, পাড়া প্রতিবেশিরা তাকে শেষবারের মতো দেখার জন্য ছুঁটে এসেছেন। এ সময় সেখানে পরিবারের সদস্যদের কান্নায় আর আহাজারি দেখে উপস্থিত অনেকেই চোখের পারি ধরে রাখতে পারেননি। এ সময় সেখানে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। ট্যাংক বিস্ফোরণে নিহত ইমরান হোসেন ওরফে লাড্ডু সৈয়দপুর শহরের হাতিখানা ক্যাম্পের মো. খলিলের ছেলে। তাঁর স্ত্রী, তিন ছেলে ও এক মেয়ে। তিনি (লাড্ডু) পেশায় একজন অত্যন্ত দক্ষ ট্যাংক মিস্ত্রি ছিলেন। তাই তাঁর আয়েই চলতো পুরো পরিবারটি। ইমরানের হোসেন লাড্ডুর ছোট ভাই মো. ওমর জানান, প্রায় ২০/২২ দিন আগে কাজ করতে বগুড়ার শেরপুরে যান তাঁর ভাই ইমরান হোসেন ওরফে লাড্ডু। তার এক সহকর্মী মাধ্যমে প্রথম জানতে পারেন তাঁর ভাই কাজ করা সময় ট্যাংক বিস্ফোরণে মারা গেছেন। আর ভাই মৃত্যুর খবর পাওয়ার পর তাঁর মাথায় যেন আকাশ ভেঙ্গে পড়ে।
ইমরান হোসেন ওরফে লাড্ডুর সঙ্গে ট্যাংক বিস্ফোরণে নিহত হন মো. সাঈদ (৩৮)। সেও একই এলাকার মৃত. সোলেমানের ছেলে। তাঁর বাড়িতেও গিয়েও একই দৃশ্য পরিলক্ষিত হয়। সেখানেও পরিবারের সদস্যদের চলছে শোকের মাতম। খোঁজ নিয়ে জানা গেছে, সাঈদরা চার ভাই ও এক বোন। অন্যান্য ভাই বোনদের বিয়ে হয়ে আলাদা থাকেন তারা। কিন্তু অবিবাহিত সাঈদ তাঁর বৃদ্ধা মার সঙ্গেই থাকেন এখন।
সাঈদের ছোট মো. জাহিদ জানান, ইমরান হোসেন ওরফে লাড্ডু ও সাঈদ এক সাথেই গত ২০/২২ দিন আগে কাজের জন্য বগুড়ার শেরপুরে গিয়েছিলেন। সৈয়দপুর উর্দূভাষী ক্যাম্প উন্নয়ন কমিটির নেতা মো. মোনায়েম জানান, ইমরান একজন অত্যন্ত দক্ষ ট্যাংক মিস্ত্রী ছিলেন। রংপুর ও রাজশাহী বিভাগের বিভিন্ন জায়গায় তারা বড় বড় মিল কারখানায় ট্যাংক মিস্ত্রীর কাজ করেন।