সৈয়দপুরে বিনামূল্যে ১৪ শিশুর গণ সুন্নাতে খাৎনা
নীলফামারীর সৈয়দপুরে বিনামূল্যে ১৪ শিশুর গণসুন্নাতে খাৎনা সম্পন্ন হয়েছে। আঞ্জুমানে আশরাফিয়া চ্যারিটেবল ট্রাস্ট সৈয়দপুর উপজেলা শাখা উদ্যোগে অস্বচ্ছল পরিবারগুলোকে সহযোগিতার অংশ হিসেবে শিশুদের নিয়ে সুন্নাতে খাৎনা সম্পন্ন হয়েছে। গতকাল শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে শহরের উপকন্ঠে ঢেলাপীর উত্তরা আবাসন এলাকায় বিনামূল্যে ওই গণ সুন্নাতে খাৎনা অনুষ্ঠিত হয়। পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ও হুজুর ক্বায়েদে মিল্লাত সৈয়্যদ মাহমুদ আশরাফ আশরাফী আল জিলানী (রহ:) এর পবিত্র বেলাদত দিবস উপলক্ষে ওই এলাকার ১৪ জন শিশুর সুন্নাতে খাৎনা দেয়া হয়। এ সময় ট্রাস্টের পক্ষ থেকে ওই শিশুদের পাঞ্জাবি, টুপিসহ অন্যান্য উপকরণ ও দেয়া হয়েছে।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন খানকাহ আশরাফীয়া সারকারে ক্বালার সৈয়দপুরের সভাপতি শেখ নিজাম উদ্দিন, সাধারণ সম্পাদক আহমেদ আলী আশরাফী, আঞ্জুমানে আশরাফীয়া ৈ সৈয়দপুরের সাধারণ সম্পাদক শেখ শামসুদ্দিন আশরাফী, আঞ্জুমানে আশরাফীয়া চ্যারিটেবল ট্রাস্টের মাওলানা হিরা আশরাফী, রায়হান আশরাফী, মেরাজ আশরাফী, আল-আমিন আশরাফী, বাদশা আশরাফী, আসমিত আশরাফী প্রমুখ।
উল্লেখ্য, বিগত কয়েক বছর থেকে আঞ্জুমানে আশরাফী চ্যারিটেবল ট্রাস্ট সৈয়দপুর শাখা বিভিন্ন এলাকায় অসহায় মানুষজনের জন্য বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ, রক্ত প্রদান ব্যবস্থা ও অক্সিজেন সেবাসহ বিভিন্ন মানবকল্যানমূলক কাজ করে আসছে।