প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর, ২০২৪ ১৩:৫০

নোয়াখালীতে মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে বাবা গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
নোয়াখালীতে মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে বাবা গ্রেপ্তার

নোয়াখালীর সোনাইমুড়ীতে মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে দায়ের হওয়া মামলায় বাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১৫ সেপ্টেম্বর) আসামিকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।

এর আগে, গতকাল দিবাগত রাতে উপজেলার নদনা ইউনিয়নের শাকতলা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সোনাইমুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) বখতিয়ার উদ্দিন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ভিকটিমের মা বাদী হয়ে তার স্বামীকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। মামলা দায়েরের পর রাতেই অভিযান চালিয়ে অভিযুক্ত আসামিকে গ্রেপ্তার করা হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৩ আগস্ট ভোররাতে ভিকটিম তার কক্ষে ঘুমিয়ে ছিলেন। সে সময় অভিযুক্ত ওই কক্ষে প্রবেশ করে ভিকটিমের শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দেন এবং ধর্ষণের চেষ্টা করেন। ভিকটিম তখন চিৎকার করলে অপর কক্ষ থেকে তার মা এসে মেয়েকে উদ্ধার করেন।

উপরে