প্রকাশিত : ১৬ সেপ্টেম্বর, ২০২৪ ১০:৫৪

সৈয়দপুরে ঢাকা ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন

সৈয়দপুর(নীলফামারী)প্রতিনিধি:
সৈয়দপুরে ঢাকা ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন

নীলফামারীর সৈয়দপুরে সামাজিক দায়বদ্ধকার অংশ হিসেবে ঢাকা ব্যাংক পিএলসি সৈয়দপুর শাখার উদ্যোগে  বৃক্ষরোপন কর্মসূচির পালন করা হয়েছে।

রোববার (১৫ সেপ্টেম্বর) সকালে পৌর সুপার মার্কেট চত্বরে  বৃক্ষরোপন কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়।  সৈয়দপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. শহিদুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষরোপন কর্মসূচির শুভ উদ্বোধন করেন।

এ সময় ঢাকা ব্যাংক পিএলসি সৈয়দপুর শাখার ব্যবস্থাপক ওয়াহিদ মুক্তাদির, পৌর সভার কাউন্সিলর মো. শাহীন আকতার শাহীন, মো. জোবায়দুল ইসলাম মিন্টু, সৈয়দ মঞ্জুর আলম, আব্দুল খালেক সাবু, হিসাবরক্ষক আবু তাহেরসহ অন্যান্য উপস্থিত ছিলেন।

এর আগে  ঢাকা ব্যাংক পিএলসি সৈয়দপুর শাখার পক্ষ থেকে গত শনিবার উত্তরা ইপিজেড এলাকায় বৃক্ষরোপন করা হয়েছে।  এতে প্রধান অতিথি ছিলেন নীলফামারীর উত্তরা ইপিজেডের নির্বাহী পরিচালক ( ইডি) মো. শরিফুল ইসলাম।  এ সময়  নীলফামারীর উত্তরা ইপিজেডের উপপরিচালক ( ডিডি) মো. আনোয়ার হোসেন ও ঢাকা ব্যাংক পিএলসি সৈয়দপুর শাখার ব্যবস্থাপক ওয়াহিদ মুক্তাদির প্রমুখ উপস্থিত ছিলেন।
 ওই দুই দিনে উল্লিখিত দুই স্থানে ফলদ, বনজ ও ওষুধি বৃক্ষের চারা রোপন করা হয়েছে।

 

উপরে