প্রকাশিত : ১৭ সেপ্টেম্বর, ২০২৪ ১৩:২৭

পার্বতীপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপন

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ
পার্বতীপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপন

মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) এর জন্মদিন উপলক্ষে সারা দেশের ন্যায় দিনাজপুরের পার্বতীপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপিত হয়েছে। এ উপলক্ষে সোমবার (১৬ সেপ্টেম্বর) উপজেলার বিভিন্ন স্থানে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে দিবসটি উদযাপিত হয়। এ সময় বিভিন্ন কর্সূচীর মাধ্যমে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) এর জীবনী সম্পর্কিত আলোচনা করা হয়।

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপন উপলক্ষে পার্বতীপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান আলোচনা সভা,ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও মিলাদ মাহফিলের আয়োজন করে। এ উপলক্ষে ভবানীপুর ইসলামিয়া কামিল মাদ্রাসার পক্ষ থেকে মাদ্রাসা মিলনায়তনে আলোচনা সভা,ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এতে মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেয়।
 

উপরে