প্রকাশিত : ১৮ সেপ্টেম্বর, ২০২৪ ১২:০২

পার্বতীপুরে সুদ কারবারীদের বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধন

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ
পার্বতীপুরে সুদ কারবারীদের বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধন

দিনাজপুরের পার্বতীপুরে সুদ কারবারীদের বিরুদ্ধে মানববন্ধন করেছে ভুক্তভোগীরা। মঙ্গলবার সকাল ১০ টায় ঢাকা মোড়ে উপজেলার রামপুর ও পলাশবাড়ী ইউপি'র বাসিন্দারা সুদ কারবারীদের বিরুদ্ধে মানববন্ধন করে।

মানববন্ধনে বক্তারা বলেন,স্থানীয় প্রভাবশালীদের  ছত্রছায়ায় আইনের কোনরুপ তোয়াক্কা না করে আর্থিক সংকটে থাকা মানুষদের সঙ্গে বিভিন্নভাবে যোগাযোগ করে ঋণের ফাঁদে ফেলে ভুল বুঝিয়ে এবং জোরপূর্বক ঋণগ্রহীতা গণের প্রত্যেকের ব্যাংক একাউন্ট এর অলিখিত ফাঁকা চেক ও অলিখিত ফাঁকা নন জুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর আদায় করে তাদের হেফাজতে রেখে দিয়ে জিম্মি করে সুদ কারবারীরা। মূল টাকা পরিশোধ হওয়ার পরেও গ্রহণকৃত চেক ও নন জুডিশিয়াল স্ট্যাম্প গুলি দ্বারা মোটা অংকের টাকার মূল্যবান ডকুমেন্ট/দলিল সৃষ্টির মাধ্যমে আইনগত ব্যবস্থা গ্রহণের ভয়-ভীতি দেখিয়ে ঋণ গ্রহণ কারীদের নিকট হতে মূল টাকার উপরে চক্রবৃদ্ধি হারে সুদ গ্রহণ করতে থাকে। তাদের চক্রবৃদ্ধির যাতাকলে পড়ে ইতিপূর্বে অনেক পরিবার সর্বস্বান্ত,বাস্তবহারা ও গ্রাম ছাড়া হয়েছেন। তারা আরো বলেন,কোন ব্যক্তি সুদ দিতে না চাইলে বিবাদী স্বয়ং ও তাদের পোষা গুন্ডাবাহিনী দ্বারা সেই ব্যক্তিদের তুলে এনে ফকিরের বাজারে তাদের কথিত অফিস ঘরের সঙ্গে টর্চার সেল নামক কক্ষে শারীরিক ও মানসিক টর্চারের মাধ্যমে সকলের মনে ভয়-ভীতি সৃষ্টি করে নানাবিধ অনৈতিক ও বেআইনি কার্যকলাপ দ্বারা ত্রাসের রাজত্ব কায়েম করায় স্থানীয় লোকজন ইতিপূর্বে তাদের বিরুদ্ধে কোনরূপ মুখ খুলতে সাহস পান নাই।

মানববন্ধন শেষে ভুক্তভোগীরা উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ দেন।

উপরে