প্রকাশিত : ১৮ সেপ্টেম্বর, ২০২৪ ১২:০৮

শাজাহানপুরে উপানুষ্ঠানিক শিখন কেন্দ্র শিক্ষিকাদের সমন্বয় সভা

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি:
শাজাহানপুরে উপানুষ্ঠানিক শিখন কেন্দ্র শিক্ষিকাদের সমন্বয় সভা
বগুড়ার শাজাহানপুরে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আউট-অব-স্কুল চিলড্রেন এডুকেশন কর্মসূচীর শিখন কেন্দ্রের শিক্ষিকাদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) উপজেলা মাঝিড়া মডেল উচ্চ বিদ্যালয়ে বাস্তবায়ন সহযোগী সংস্থা ভগ্নী নিবেদিতা মঞ্চ শিক্ষিকাদের নিয়ে এ সমন্বয় সভার আয়োজন করেন।
 
জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো সহকারী পরিচালক এস এম সাদ্দাম হোসেন সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহসিয়া তাবাসসুম।বিশেষ অতিথি ছিলেন উপজেলা মৎস্য অফিসার রাশেদ হাসান,মাঝিড়া মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হালিম দুদু,জেলা ম্যানেজার সাজু মিয়া প্রমুখ। উপজেলা প্রোগ্রাম ম্যানেজার মিজানুর রহমানের সার্বিক ব্যবস্থাপনায় সুপারভাইজার আসাদুজ্জামান মাসুম,বিল্লাহ,আশেক আল মামুন,হানিফ,ছালমা সহ সকল শিক্ষক ও শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন।
 
পরে জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারী পরিচালক এস এম সাদ্দাম হোসেন এর নেতৃত্বে গয়নাকুড়ি ও সোহাগীপাড়া উপানুষ্ঠানিক শিখন কেন্দ্র পরিদর্শন করেন।
 
 

 
 
উপরে