আদমদীঘিতে শহীদ জিয়া স্মৃতি শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন
বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর শহরের মালশন গ্রামবাসীর আয়োজনে শহীদ জিয়া স্মৃতি শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে টুর্নামেন্টের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সান্তাহার পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু।
উদ্বোধনী ম্যাচে প্রতিদ্বন্দ্বীকারী দুই দল শিশির এন্টারপ্রাইজ সাহাপুর বনাম আর যে হৃদয় বালুভড়া। বিকেলে জাতীয় সংগীত গেয়ে ও কবুতর উড়িয়ে উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সান্তড়াহার পৌর বিএনপির সহ-সভাপতি নূরুল ইসলাম বাচ্চু, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক শাহাজান আলম স্বপন, যুগ্ম আহবায়ক মাহমূদুল আলম, পৌর ছাত্রদল সভাপতি সোহাগ হোসাইন, সাবেক ছাত্রদল নেতা রাকিবুল হাসান রাকিব, ছাত্রদল নেতা আবিদ, শিমুল প্রমূখ।

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ