সৈয়দপুরে প্রাথমিক শিক্ষা পদকের জন্য ৭জন শ্রেষ্ঠ মনোনীতদের তালিকা প্রকাশ
নীলফামারীর সৈয়দপুরে প্রাথমিক শিক্ষা পদক -২০২৪ এর জন্য সাত ব্যক্তি ও প্রতিষ্ঠানকে শ্রেষ্ঠ মনোনীত করা হয়েছে। প্রাথমিক শিক্ষা ক্ষেত্রে কৃতিত্ব ও বিশেষ অবদান রাখায় বিভিন্ন ক্যাটাগরিতে তারা শ্রেষ্ঠ মনোনীত হন।
সম্প্রতি প্রাথমিক শিক্ষা পদক যাচাই-বাছাই কমিটির সভাপতি ও সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. নূর-ই-আলম সিদ্দিকী এবং উপজেলা শিক্ষা অফিসার মো. জাকির হোসনে সরকার স্বাক্ষরিত পত্রে শ্রেষ্ঠ মনোনীতদের নামের তালিকা প্রকাশ করা হয়েছে।
এবাওে সৈয়দপুর উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ স্বীকৃতিপ্রাপ্তরা হচ্ছেন, শ্রেষ্ঠ সহকারী উপজেলা শিক্ষা অফিসার মরিয়ম নেছা, শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা সাবর্ডিনেট কলোনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শিউলি সুলতানা, শ্রেষ্ঠ সহকারী শিক্ষক বাঙ্গালীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. সাজ্জাদ হোসেন, শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা আশরফি চৌধুরী, সহকারী শিক্ষক, রহমতউল্ল্যাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়, শ্রেষ্ঠ কাব শিক্ষক হুমায়রা বেগম, কয়াগোলাহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়, শ্রেষ্ঠ কর্মচারী, এস. এম নূর-ই আজম সিদ্দিক, অফিস সহকারী, সৈয়দপুর উপজেলা শিক্ষা অফিস এবং শ্রেষ্ঠ বিদ্যালয় বানিয়াপাড়া আজিজিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।
সৈয়দপুর উপজেলা শিক্ষা অফিসার মো. জাকির হোসেন সরকার জানান, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নির্দেশ অনুযায়ী উপজেলা পর্যায়ে আটটি ক্যাটাগরিতে শ্রেষ্ঠ পদক প্রদান করা হয়। কিন্তু এবারে ষৈয়দপুর উপজেলায় শ্রেষ্ঠ প্রধান শিক্ষক পদে কোন প্রতিযোগী পাওয়া যায়নি। তাই বাছাই কমিটি প্রতিযোগীদেও দক্ষতা ও প্রয়োজনীয় বিষয়গুলো সঠিকভাবে যাচাইবাছাই পূর্বক সাতজনকে মনোনীত করা হয়েছে। তিনি বলেন, বিভিন্ন ক্যাটাগরিতে মনোনীত শ্রেষ্ঠ এই পদক প্রদানের মাধ্যমে প্রাথমিক শিক্ষার গুনগত মনোন্নয়নে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: